Posts

পোস্ট

সম্মানী

November 18, 2025

সাজিদ রহমান

28
View

বিকাশে হাজার দেড়েক টাকা ঢুকেছে। অপেক্ষায় আছি। কেউ একজন ফোন করে বলবে, ভাই আমার টাকা ভুল করে আপনার খোঁয়াড়ে ঢুকে পড়েছে। ফেরত দিবেন, প্লিজ।

না, সেরকম কিছু হল না। কেউ ফোন করলো না। মেসেজ দিলো না।

এই টাকা হয়ত এমন কারও যার কাছে এর মূল্য আধুলির চেয়েও কম।

দুদিন কেটে গেছে। আমিও ভুলে গেছি।

আজকে মেসেজ এসেছে।

সম্মানিত লেখক,

দেশকাল পত্রিকায় প্রকাশিত হওয়া গল্পের সম্মানী বিকাশের মাধ্যমে পাঠানো হয়েছে। ধন্যবাদ।

কয়দিন ধরে মাথায় ঘুরছে। লেখালেখি করে হুদাই সময় নষ্ট করি।

আজ এই মেসেজ পেয়ে মনে হচ্ছে, খামোখাই ওসব ভাবছিলাম।

Comments

    Please login to post comment. Login