Posts

ফিকশন

পাপী বনাম

September 13, 2025

সাজিদ রহমান

60
View

-মামা, ভালো হয়ে যাও।

- কি হয়েছে?

- পাপীরা কিন্তু শেষ পর্যন্ত সাহসীদের কাছে হার মানছে।

- কথা দিয়ে জিলাপি তৈরি করা ছেড়ে দে। ঝেড়ে কাশ।

-টেনিস না মেনিস কি একটা খেলা আছে! ঐ খেলায় গতকাল রাতে পাপী (Sinner) সাহসীর (Alcaraz) কাছে হাইরা গ্যাছে।

-ঐ বেটা, নামের কি অনুবাদ হয়? পাগল হয়েছিস?

-আচ্ছা মামা, হাইরা গ্যালে বড় সাইজের প্লেট উপহার দেয় কেন?

- তোরে সাথে নিয়ে ফার্মগেট ফুটওভার ব্রিজে বইসা পড়ার জন্য।

- বুঝি নি।

-তুই জন্ম-পাপী, আর গতরাতে হাইরা যে পাপী হইছে, দুইজনে মিইল্লা ঐ বড় থালাটা সামনে রাইখা 'আমার আল্লাহ নবীজির নাম, ২ টা টাকা ভিক্ষা দিয়ে যান' বলতে থাকবি।

আয় ইনকাম একেবারে খারাপ হবে না।

Comments

    Please login to post comment. Login