Posts

ফিকশন

রাজু তুই আয়

September 13, 2025

সাজিদ রহমান

58
View

সকাল সকাল মোন্তাজ চাজি ফোন দিছে। না ধরেও পারি না।

-বাহে ভাতিজা, তুই ঢাকাত যায়া মেলা কিছু শিখবার পাওছো। তায় একটা জিনিস নিয়ে খুব আতঙ্কে আছু।

-কি হইছে চাজি, খুলে বলেন তো।

- তোমার মাইজলা চাচার একটাই বেটা। মায়ে আদর করি নাম থুইছে রাজু।

- হ্যা চাজি, বাড়িতে গেলে দেখা হয়। সুন্দর হইছে মাশাআল্লাহ। ওকে তো আমি 'রাজু বানগয়া জেন্টলম্যান " ডাকি। কি বোঝে তা জানি না, কিন্তু ফিকফিক করে হাসে। এখন কি হইছে, চাজি?

-কয় দিন পর পর ফিরকি ফিরকি বাড়ি থাকি দৌড়ি যায়। ওয় বলে ঢাকাত যাইবে। ছোট এনা ছইল। জ্বিন ধরলো নাকি! কয়দিন পানি পড়া খিলাইনো। কিন্ত কাম হয় না, বেটা।

-তাই নাকি? কখন ওরকম করে?

-ঐ যে টিভিত, ইউটিবত কেবা ডাকে, 'রাজু তুই আয়। রাজু তুই আয়'। তখন উঠি দৌড়ায়। তা বাহে ওরা রাজুক কেন ডাকে?

- হাহা হাহা...

- হাসেন কেন বাহে? হামার এপাকে সর্বনাশ, আর তোরা খিকখিক করি হাসোছেন? এইলা কোন কথা!!

- ঢাকা ভার্সিটির নাম শুনেছেন, চাজি?

-হ শুনছু তো? দেশের সবচেয়ে মেধাবি ছইলেরা ওটে পড়ে, শুনছু।

-ওটে কিছু মূরাল আছে, ওই জায়গার নাম 'রাজু চত্বর'। কোন সমস্যা হইলে ছাত্ররা সবাইকে ওখানে যেতে বলে। গ্যান্জাম লাগলে বেশি কথা কওয়ার সময় থাকে না। সংক্ষেপে কয়, রাজুতে আয়।

-ও, এই ব্যাপার বাহে? হামরা তো অনেক দুরে থাকি। কথাগুলা মনে হয়, এতদূর আসতে আসতে হাফসি (ক্লান্ত) যায়। ভাঙ্গি যায়া হয়া যায়, রাজু তুই আয়। কন তো দেখি, এইলা কোন কথা!!

Comments

    Please login to post comment. Login