অফিস থেকে ফিরছি। ছেলে মেসেজ দিয়েছে। ওর মায়ের মেসেন্জার থেকে।
সেখানে যা লেখা তা তর্জমা করলে অর্থ দাড়ায়, "আজ তোমার সুখের দিন"।
চট করে বুঝতে পারিনি। কোন উপলক্ষ আছে নাকি?
খেয়াল করে দেখি, উপ্রে আরও একটা মেসেজ।
সেখানে লিখছে, বাসায় ফেরার সময় কিছুই আনতে হবে না।