Posts

ফিকশন

কুত্তায় নিয়ে গেছে

July 29, 2025

সাজিদ রহমান

120
View

ভানু গেছে চাকরির ইন্টারভিউ দিতে। মালিক নিজে ভাইভা নিচ্ছেন। ভানু বসে অপেক্ষা করছে। এক সময় ডাক পড়ে ভানুর।

ইন্টারভিউ বোর্ড বিভিন্ন প্রশ্ন করে। ভানু উত্তর দেয়।

-আপনার জুতা জোড়া সুন্দর। কোথা থেকে কিনেছেন।

কোম্পানির মালিক জিজ্ঞেস করেন।

ভানুর মাথায় বুদ্ধি খেলে। জুতা দান করে যদি চাকরি হয়ে যায়, কেল্লা ফতে হবে।

-স্যার, আপনি জুতা জোড়া রেখে দেন।

-তাহলে, খালি পায়ে আপনাকে ফিরতে হবে।

কোম্পানির মালিক জানতে চায়।

-অসুবিধা নাই, স্যার।

ভানু উত্তর দেয়।

-আচ্ছা কেউ যদি জিজ্ঞেস করে, জুতা কোথায়?

এমনে কেউ যদি জিগায় চুপ করে থাকবো। যদি খুব চাপাচাপি করে, তাহলে বলবো, জুতা কুত্তায় নিয়ে গেছে!!

Comments

    Please login to post comment. Login