ভানু গেছে চাকরির ইন্টারভিউ দিতে। মালিক নিজে ভাইভা নিচ্ছেন। ভানু বসে অপেক্ষা করছে। এক সময় ডাক পড়ে ভানুর।
ইন্টারভিউ বোর্ড বিভিন্ন প্রশ্ন করে। ভানু উত্তর দেয়।
-আপনার জুতা জোড়া সুন্দর। কোথা থেকে কিনেছেন।
কোম্পানির মালিক জিজ্ঞেস করেন।
ভানুর মাথায় বুদ্ধি খেলে। জুতা দান করে যদি চাকরি হয়ে যায়, কেল্লা ফতে হবে।
-স্যার, আপনি জুতা জোড়া রেখে দেন।
-তাহলে, খালি পায়ে আপনাকে ফিরতে হবে।
কোম্পানির মালিক জানতে চায়।
-অসুবিধা নাই, স্যার।
ভানু উত্তর দেয়।
-আচ্ছা কেউ যদি জিজ্ঞেস করে, জুতা কোথায়?
এমনে কেউ যদি জিগায় চুপ করে থাকবো। যদি খুব চাপাচাপি করে, তাহলে বলবো, জুতা কুত্তায় নিয়ে গেছে!!