টেবিলে বসতেই এক পোলা হাজির। গুনগুন করে গাইছে, 'দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়'।
-স্যার, কি খাবেন?
শাহরুখের আইকনিক স্টাইলে হাত প্রসারিত করা। চোখ-মুখের এক্সপ্রেশনও দেখার মত।
-এরেব্বা। তোর এলাকায় এসে বাংলার শাহরুখের সাথেও দেখা হয়ে গেলো।
বন্ধুকে বললাম। বন্ধু হাসে।
-ওর জীবন শাহরুখের মতই।
-করোনার পরে জীবন তুপনাশ হয়ে গেছে। সহজে বুঝতে পারিনা। ডিটেইলে বলতো।
-শাহরুখ এত ব্যস্ত থাকে যে দিনে ৩/৪ ঘন্টার বেশি ঘুমাতে পারেনা। ইন্টারভিতে শুনেছিলাম। এও দিনে ৩/৪ ঘন্টা ঘুমায়। স্ট্রাগলে এও শাহরুখ খান।
-এর কি ইনসোমনিয়া আছে?
-ধূর! ও ক্যাম্পের বাজারে থাকে। ছোট একটা ঘর। অথচ সদস্য ৬/৭ জন। পালাক্রমে ঘুমায়। ১ জন ভাগে ৩/৪ ঘন্টার বেশি পায় না। ও একা নয়। ওর মত হাজারো শাহরুখ আছে।
-এরপরেও এত হাসিখুশি। জীবনে বেঁচে থাকাই বিউটিফুল!!