Posts

চিন্তা

বুলবুল কি সেই প্রত্যাশা মেটাতে পারবেন?

June 2, 2025

সাজিদ রহমান

175
View

ক্রিকেট বোর্ডের হাল ধরছেন আমিনুল ইসলাম বুলবুল।

একজন সাবেক ও সফল ক্রিকেটার ক্রিকেট বোর্ডের প্রধান হবেন এটাই কাম্য। একে প্রফেশনালিজম বলে। এটাই কৃত্য পেশাভিত্তিক ব্যবস্থা। এ রীতিতে উন্নত দুনিয়া চলে। এটা শুধু ক্রিকেটে নয়, সব খেলায়, সকল কর্মে দরকার। এর সাথে ব্যক্তি আমিনুল ইসলাম বুলবুল এর প্রতি হাজারও মানুষের অনুরাগ প্রকাশ পাচ্ছে। সবার মধ্যে এই আশা দেখা দিচ্ছে, ক্রিকেটে এখন থেকে বাম্পার ফলন হবে।

বুলবুল কি সেই প্রত্যাশা মেটাতে পারবেন?

প্রথমত: বুলবুল ভালো খেলোয়াড়, একজন দক্ষ প্রশাসক নাও হতে পারেন। কোচ হিসেবে ম্যারাডোনার পরিনতি আমরা সবাই জানি। অন্যদিকে, একজন মিডিওকার প্লেয়ারও ম্যানেজার হিসেবে বিশ্বসেরা হতে পারেন। উদাহরন হিসেবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানির নাম নেয়া যেতে পারে।

দ্বিতীয়ত: একা একজন ব্যক্তি চমক দেখায়ে বিশ্বজয় করে ফেলবে, ৮৬'র ম্যারাডোনার যুগ ৮৬ তে শেষ হয়ে গেছে। ভালো কিছু করার জন্য একটা দক্ষ দল থাকতে হয়, কাজ করতে হয় টোটাল টিমে। অর্থাৎ সবচেয়ে আগে দরকার একটি শক্তিশালী প্রতিষ্ঠান (effective institute)। প্রাতিষ্ঠানিক দুর্বলতা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তৃতীয়ত: পিনাকির ইংরেজিতে লেখা ফুলকুমারি কবি হাসান রোবায়েতের অনুবাদে ভালো নাও লাগতে পারে। বুলবুলের সিদ্ধান্ত টিমের সদস্যদের কাছে ভালো নাও লাগতে পারে। ভালো লাগলেও ভালো অনুবাদ নাও করতে পারে। অর্থাৎ খেলায় ক্লিক নাও হতে পারে।

চতুর্থত: এমনও হতে পারে বুলবুলের নেতৃত্বে ভালো করা শুরু করলে আরেক দল হয়ত তাদের খেলা শুরু করবেন যাতে বুলবুল সফল না হতে পারেন। বাংলাদেশের জন্য নির্ধারিত দোজখের গেটে গার্ড না লাগার গল্প তো আমাদের সকলের জানা। সে গল্প তো শুধু দোজখের জন্য প্রযোজ্য নয়, হরে দরে সবখানে খাটে।

শেষত কিন্তু নগন্য নয়, বুলবুলকে সময় দিতে হবে। কিছু একটা হলেই গেলো গেলো বলে রব তুইলেন না। উনি সিদ্ধান্ত দিবেন। কিছু ভালো হবে, কিছুতে ভুল হবে। যারা কাজ করে তাদের ভুল হবেই। ভুল শোধরানোর সময় দিতে হবে। ভুল হয় না ফেরেশতার, ভুল হয় না শয়তানের। সেটা ইচ্ছাকৃত কি না সেটা তলিয়ে দেখবেন।

আরেকটা কথা দিয়ে শেষ করি। ক্রিকেট আর দশটার মত একটা খেলা মাত্র। মাঠের খেলা মাঠে রেখে ঘর বা অফিসে ঢুকতে পারলে সবকিছু সহজ হয়ে যাবে।

আমিনুল ইসলাম বুলবুল ব্যাটিং এর সময় উনার স্পন্সরকে সব সময় হাইলাইট করতেন (সম্ভবত ব্রিটানিকা)। বিষয়টা দৃষ্টিকটু দেখালেও ওটা ছিলো স্পন্সরের প্রতি কমিটমেন্ট।  আশাকরি বোর্ডের এই দায়িত্বের সময়ে দেশকে সব সময় উচিয়ে ধরে রাখবেন। শুভ কামনা রইলো।

Comments

    Please login to post comment. Login