Posts

ফিকশন

ছেলেরা কখন পুরুষ হয়

September 13, 2025

সাজিদ রহমান

46
View

-ছেলেরা কখন পুরুষ হয়?

-জানি না তো?

-বিয়ের আসরে।

-আচ্ছা।

- বিয়ের আসর থেকে ঢুকে পড়ে বাসরে। মানে বাসর ঘরে। আচ্ছা সেখানে কেন যায়?

- ধুর, এটা কার না জানা? ওসব কি মাইক লাগিয়ে বলার জিনিস!!

- শোন মিয়া, ফাসিতে ঝুলানোর আগে আসামি যা খেতে চায় কর্তৃপক্ষ তারও ব্যবস্থা করে। এরপর সে খাবার হজম হওয়ার আগেই জল্লাদ রশিতে টান দিয়ে দেয়।

- ভাইজান, খোলাসা করেন তো?

-দুনিয়াবি হাশরের ময়দানে যাওয়ার জন্য। সংসার শুরু করলে বুঝতে পারবা, মিয়া। তখন বুঝেও লাভ হয় না। তোমার এখনও সময় আছে। বিনে পয়সায় একটা দামি উপদেশ দিই, বিয়ে কইরো না।

-আচ্ছা, বিয়ের পর আমিও কোন জুনিয়রকে এই উপদেশ দিবোনে।

Comments

    Please login to post comment. Login