Posts

গল্প

একদিন রিকশায় (Premium)

February 22, 2025

সাজিদ রহমান

0
sold
বেশ কিছুক্ষণ পরের কথা। তখনও হুরপরিকে নিয়ে বাতাসে উড়ছি। কিন্তু হুরপরি করলো কি? পেটে জমে থাকা বাতাস ছেড়ে দিলো। কিন্তু প্রথমে বাতাসটা ঠিকভাবে বের হতে পারেনি। মুখে অশান্তির ছাপ। দেখেই বুঝলাম। এরপর নিতম্বের একপাশ হালকা উঁচিয়ে ধরে জোরে ছাড়ল, ঢুস করে শব্দ হলো। এরপর শুধু বাতাসে লাশের গন্ধ, না মানে বাতাসে দুর্গন্ধের মহামারি। নাগাসাকিতে ফেলা এটম বোমার কথা মনে পড়ে যায়। কি নিষ্ঠুর এই দুনিয়া, আর দুনিয়ায় বসবাসকারী দুই পা ওয়ালারা।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login