Posts

পোস্ট

রংপুরে ফিরে এলো নওগাঁর দিন

October 2, 2024

সাজিদ রহমান

Original Author সাজিদ রহমান

47
View

আলাপ শুরু হয়েছিলো সরোজের মাধ্যমে। নওগাঁয় পুনশ্চ নামে একটা লিটিল ম্যাগ বের হয় প্রায় ২ যুগ ধরে। নতুন একটা সংখ্যা বের হবে, আমিও একটা লেখা জমা দেই। এরপর একদিন দেখা হয়ে যায়। Robu Sheth রবু'দার সাথে।

এরপর......?

আগে টেনিস খেলে বাসায় চলে আসতাম। রবু'দার সাথে পরিচয়ের পর সেই রুটিন বদলে যেতে থাকে। খেলা শেষ হলে পুনশ্চের অফিসে গিয়ে হাজির হই। চা খাই, আড্ডা চলে। সেখানেই পরিচয় হয় অনেকের সাথে। পরিচয় হয় Tamim ভাইয়ের সাথে। ব্যাস, জমে যায় আড্ডা। পুনশ্চে আড্ডা চলে। সময় পেলে নওগাঁর রাস্তায় আমরা হাঁটি, গল্প করি। কোনদিন নদীর ধার দিয়ে, কোনদিন শহরের অলিগলিতে। ব্রিজের নিচে মাঠা মণ্ডা খাই। কখনও বড়া, পেঁয়াজু, পিঠা কিংবা বার্গার, স্যান্ডউইচ। আলাপ হয় কবিতা নিয়ে, গল্প লেখা নিয়ে। সময় শেষ হয়ে আসে, গল্প শেষ হয় না।

এরপর একদিন...

নওগাঁ থেকে বদলী হয়ে রংপুর চলে আসি। গল্পের দিন শেষ হয়ে আসে। জমজমাট আড্ডার সেই আসর ভেঙে যায়। সেই থেকে রংপুরের দাওয়াত দেয়াই ছিল। কিন্তু কোনভাবে ব্যাটে বলে সংযোগ হচ্ছিলো না।

অতঃপর ...

গত বৃহস্পতিবার (২৬-০৯-২০২৪) রংপুর 'এক্সপ্রেসে চলে এলেন রবু'দা, তামিম ভাই, আর সদা হাসোজ্জ্বল রফিক Kazi Rafique. শুক্রবার তিস্তা ব্যারেজ টুর যোগ করলো নতুন মাত্রা। এমন মধুময় বৃষ্টির দিন খুব কমই আসে, সেদিন এসেছিলো। এবং শেষে প্রখ্যাত লেখক, কলামিস্ট গুরুজী নূরুননবী শান্ত ভাই আমাদের সাথে যোগ দিয়ে আড্ডাকে রাঙ্গিয়ে দিলেন ভিন্ন মাত্রায়।

ওনারা ফিরে গেলেন। কিন্তু আড্ডার নেশার পারদ চড়িয়ে দিয়ে গেলেন। আবারও দেখা হবে, হবে আড্ডায়ও......

Comments

    Please login to post comment. Login