বাজারে ঘরের মানুষ আছে, থাকে ঘরছাড়া মানুষও। ছোটবেলায় সব বাবা-মা সন্তানকে নিষেধ করে বাজারে বেশি না যেতে। শুধু সন্তান নয়, মানুষও নষ্ট হয় বাজারে। সমাজই খারাপ মানুষকে বাজারি বলে গালি দেয়। অথচ বাজার ছাড়া সমাজের চলেনা। চোর বা সন্ন্যাসী, বেশ্যা কিংবা বুজুর্গ, বাজার সকলের। বাজার সমাজের এমন একটি অংশ যেখানে যোগী ও ভোগী উভয়কে পাওয়া যায়।
শুধু যোগী ও ভোগী নয়, সংসারের সকল শ্রেণীর মানুষের আনাগোনা সেখানে। সেজন্যই বাজারকে সম্ভবত দুনিয়ার সবচেয়ে অদ্ভূত জায়গা বলা হয়।