এই অধমেরও পতন হয়েছে। কি মাত্রায় হয়েছে তার পরিমাপ করা হয়ে উঠেনি। পতনই জানান দেয়, আমিও তারকা ছিলাম। তারকা না হলে কিভাবে সেটার পতন হয়, আপনারাই বলুন? কিন্তু পরিহাসের বিষয়, নিজের সম্পর্কে সম্যক ধারণা নেই। এই আমাকে দিয়ে আমার কি হবে!! জাতির কিছু হবে না, সেটা বলার অপেক্ষা রাখেনা।