প্রায় প্যালিন্ড্রম ভিপি:
কাকা, দিদি, বাবা, মাসুমা শব্দ উল্টো দিক থেকে পড়লে একই থাকে। একইভাবে ১২১, ১৫১, ২৩২ সংখ্যাগুলোর বেলায়ও একই ঘটনা ঘটে।
এবার দেখুন নিচের বাক্যগুলো। উল্টো দিক থেকে পড়লেও একই থাকে।
১. সিমার মাসি
২. বল খেলব
৩. নাম লেখালেম না
৪. মার কথা থাক রমা
৫. কথা থাক
একে বলে প্যালিন্ড্রম (Palindrome)।
১ ভোট কম পেলে সাদিক কায়েমের ভোটের সংখ্যা হতো ১৪০৪১. তাহলে সেটা হতো প্যালিন্ড্রম সংখ্যা।
যেহেতু ১ এর জন্য প্যালিন্ড্রম হয়নি, সাদিক কায়েমকে বলতে পারি ডাকসুর "প্রায় প্যালিন্ড্রম ভিপি"