Posts

কবিতা

পার্বতীপুর জংশন

July 27, 2024

সাজিদ রহমান

Original Author সাজিদ রহমান

77
View

এখানে ঠায় দাঁড়িয়ে গেলেই

দমকা হাওয়া মাতাল হয়ে,

পায়ে স্নেহের বেড়ি পরায়।

ঝিকর ঝিক সূর তূলে ফের

ঘ-বগিটি আস্তে ধীরে,

ঘোমটা সরায়, সামনে দাড়ায়।

এখানে ঠায় দাঁড়িয়ে গেলেই

মেঘ-বালক সব দৌড়ে এসে,

বৃষ্টি-জলে মন ধুয়ে দেয়।

কোথায় আমার ঘর বারান্দা

সন্ধ্যা রাতের জোনাক পোকা,

রাডার দিয়ে ঠিক খুঁজে দেয়।

এখানে ঠায় দাঁড়িয়ে গেলেই

ভালোবাসার কপাট খানা,

চাবি ছাড়াই রোজ খুলে যায়।

কে বলে যে, ভাইটি আমার

হাজার বছর বাদে আবার,

চোখ দু’খান দেখলো তোমায়।

এখানে ঠায় দাঁড়িয়ে গেলেই

কেন চোখে অশ্রু নামে,

আপন ফেলে পর’কে চলি।

কোন দেবতার অভিশাপে

যাই চলে যাই, অনেক দূরে,

অন্ধকারের কানাগলি।

Comments

    Please login to post comment. Login