Posts

পোস্ট

রাসেল ভাইপার, নাকি চন্দ্রবোড়া

June 23, 2024

সাজিদ রহমান

Original Author সাজিদ রহমান

88
View

সুখবর!

সুখবরটা আপনাদের জন্য। তাতে আপনারা দ্বিমত করলে শতভাগ নিজের জন্য বরাদ্দের অপশন রেখে দিলাম।

ভয়ংকর রাসেল ভাইপারস এখন মামুলি চন্দ্রবোড়া

এতদিন যারা জরিনারে জারিন, নয়নতারাকে নটি নাম দিয়ে নামের ডারউনবাদকে উস্কিয়ে দিয়েছেন, তাদের জন্য সমবেদনা।

খুব ছোটবেলায় মাছ মনে করে আস্ত সাপ ধরে ডাঙ্গায় তুলেছিলাম। ভয় পেয়ে ছেড়ে দেয়া মাত্রই পায়ে কামড় দিয়েছিলো। তখন থেকে টিভির পর্দাতেও সাপ দেখলে ভয় লাগে, ঘিনঘিন করে।

এর মাঝেই আপনারা চন্দ্রবোড়া রে বানালেন রাসেল ভাইপারস। আপনারা সেই সাপুড়ে হয়ে মাঠে নামলেন, যে সাপের ভয় দেখিয়ে মজা লয়, আবারও পাত্তিও কামায়।

ওদিকে ওঝার খোঁজে আমরা হয়রান।

এরমধ্যে আপনার জোকের মুখে লবন ছিটিয়ে দিলো বেশ কিছু ভালো মানুষ, ওঝারুপে।

বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছুদিন ধরে রাসেল ভাইপারস নিয়ে যা বলা হচ্ছিলো তা ঠিক নয়। বলা হচ্ছিলো, এটার বিষ মারাত্মক ও আক্রান্ত না হয়েও দংশন করে। সবই বাড়াবাড়ি। চন্দ্রবোড়া এতটাই অলস, মানুষ দেখলে নড়াচড়া পর্যন্ত করতে চায় না।

ভালো থাকেন। সাপের ভয় থেকে মুক্ত থাকেন।

Comments

    Please login to post comment. Login