ঘোড়ায় চড়িয়া আমরা আরু ভ্যালিতে উঠছিলাম। কাশ্মীরেরে পেহেলগামে বেড়াতে গেলে এই আরু ভ্যালি একটি 'মাস্ট ভিজিট প্লেস' । একে মিনি সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। তুলনা একদম অমূলক নয়। পরে সুইজারল্যান্ড ভিজিট করে মনে হয়েছে। ঘোড়ায় চড়িয়া মর্দরা পাহাড়ে উঠে, সাথে থাকে একজন সহিস। আমাদের সামনে একটা দল ছিল। ঘোড়া চলতে গিয়ে ব্যাল্যান্স রাখতে না পেরে ডান দিকে পড়ে যায়। বামে পড়লে অনেক নিচুতে চলে যেত, ঘোড়া কিংবা মর্দ কারো বেঁচে থাকার কোন সুযোগ ছিল না। তখন ঐ গ্রুপের কথা শুনতে পেয়ে বুঝতে পারি, ওরা বাঙ্গালী। কিন্তু জিজ্ঞেস করার সাহস হচ্ছিলো না। কারণ ছিল দুইদিন আগে দেখা তাজমহলের স্মৃতি।
২০১৮ সালের শেষের দিকের ঘটনা। দিল্লী, আগ্রা, জয়পুর ঘুরে পেহেলগামে গিয়ে এই 'ঘোড়ায় চড়িয়া মর্দ' আরু ভ্যালিতে উঠার সময়ের ঘটনা বলছিলাম।
তার আগের তাজমহলের ঘটনা বলি।
তাজমহলে মমতাজ মহলের কবর দেখার জন্য বেদীতে উঠার আগে এক ধরণের মোজা পরতে হয়। বেদী পরিষ্কার রাখার জন্য এটা দারুণ কার্যকর। ২০ রুপি দিয়ে মোজা কিনে পরছিলাম। পাশে একটি পরিবারও একই কাজ করছিলো। শুনতে পাচ্ছিলাম, ওঁরা বাংলায় কথা বার্তা বলছে। বাংলাদেশ থেকে প্রায় ২৫০০ কিলোমিটার দূরে বাংলা ভাষা শুনে বেশ লাগছিলো।
-ভাই, আপনাদের বাড়ি কি বাংলাদেশে?
সরল মনে ওদের দিকে এগিয়ে যাই। হাসি হাসি মুখে জিজ্ঞেস করি।
-আমাকে দেখে কি বাংলাদেশি মনে হয়?
দেরি না করে ধুমধাম উত্তর দিয়ে দেন ঐ পরিবারের কর্তা।
লোকটার গায়ের রং আমার চেয়েও ময়লা ধরণের। নাক, মুখ, মুখমণ্ডল, আমার মত কিঞ্চিৎ কোঁকড়ানো চুল দেখে অন্য কিছু ভাবনায় আসেনি। আমার ভাবনায় এসেছে, বাংলাদেশের কোন গাঁয়ের ছেলে। এখন হয়ত থাকে কোন শহরে। হতে পারে খুলনা, বরিশাল, নেত্রকোনা, বগুড়া, কুষ্টিয়া কিংবা অন্য শহরে বসবাস করা একটি পরিবার।
-হ্যাঁ, আপনাদেরকে বাংলাদেশি মনে হয়।
ঐ লোক তো জানে না, আমার বাড়ি দেশের উত্তরে। দেশের লোকই আমাদের মফিজ বলে ডাকে। হয়ত সেটা প্রমাণ করতেই অকপটে আবার উত্তর দেই। বলি যে তাকে ঠিক বাংলাদেশিদের মত লাগছে। তা নাহলে তাঁর আগের কথার ঝাঁঝেই আমার বোঝা উচিৎ ছিল, আমাকে কিছুটা কৌশলে উত্তর দেয়া উচিৎ ছিল। যা হবার তাই হল। এরপর উনি যা বললেন, তাতে ন্যানো মিটার সাইজের বোমা ফোটার শব্দ পেলাম।
- আর, আপনাকে দেখতে ঠিক আফ্রিকার নি*গ্রোদের মত লাগছে।
আমার গায়ের চামড়া যথেষ্ট গণ্ডারের মত হলেও বেশ বুঝতে পারি। প্রচণ্ড নাখোশ হয়ে কথাটা বলেছেন। এটা বুঝতে পারি, তাজমহল উনার নিজের দেশে অবস্থিত। কথা বাড়াই না, ওদের ওখান থেকে পিছে হটে আসি। মমতাজ মহলের কবর দেখার জন্য লাইন ধরি।
সেই ঘটনার আগে পরে ঐ দেশের অনেক মানুষের সাথে কথা হয়েছে। দেখা হয়েছে। দেশের মাটিতে হয়েছে, ভিন দেশের মাটিতে হয়েছে। তাদের অনেকে আমার বন্ধু।
সেই ভদ্রলোক কেন ওরকম উত্তর দিলো? এর জবাব আজও খুঁজে বেড়াই।
51
View