পোস্টস

কবিতা

শুধু ভালোবাসা ছাড়া

২৭ মে ২০২৪

সাজিদ রহমান

মূল লেখক সাজিদ রহমান


তোমাকে পাওয়ার জন্য কিছুই করিনা, 

লোক দেখিয়ে অশ্রুজল ফেলিনা, 

গাজার কলকে ছুঁয়ে ধোঁয়াও ছাড়িনা। 

তোমার কথা ভেবে ভেবে, 

না রাত জাগি, না দখিনে হাওয়ায় দুলি, 

না ভাবুক হই, না বাউন্ডেলে। 

তোমার মন ছুঁয়ে দেখবো বলে,  

বাজি ধরিনা আইপিএলেও, 

না দৌড়াই ম্যারাথনে, না উসাইন বোলটের ১০০ মিটারে, 

না পাহাড় ডিঙ্গাই, না ইংলিশ চ্যানেল সাঁতরাই,

তোমার জন্য কিছুই করিনা, শুধু ভালোবাসা ছাড়া। 

 
শুনেছি, ছিল এক রাজা, এডওয়ার্ড  

অতি সাধারণ সিম্পসনের তরে 

ছুঁড়ে মেরেছিল পরাক্রমশীল রাজমুকুট। 

সেই আদিম প্রস্তর যুগ থেকে, 

প্রেমের ইতিহাস গৌরবে টইটুম্বর,

মজনু, ফরহাদ, রোমিও 

এমনকি লেংটিছড়ার জোবদুলের জন্যেও। 

অথচ তোমার জন্য কিছুই করিনা, শুধু ভালোবাসা ছাড়া। 

 
কতবার ভেবেছি,

ব্রহ্মপুত্রের জলরাশি আর পলল ভূমি ধরে,

ঠিক পৌঁছে যাবো, 

মানস সরোবরে, কৈলাসের জলের দুয়ারে,

যেখানে আছে শুধু স্বচ্ছ ফটিক জল, 

সাদা বালিহাঁস, আনন্দ কলরব। 

ওদের সাথে যোগ দিবো ,

 তুমি আমি, শুধু আমি তুমি,

মাখামাখির অসহ্য ভাপ। 

কিন্তু, শেষ পর্যন্ত কিছুই হয়ে উঠে না, 

শুধু তোমাকে ভালোবাসা ছাড়া।