আকাশে চন্দ্রগ্রহণ চলছে। ছাদে ছাদে মানুষ। অগা তাঁর বন্ধু মগারে ফোন দিছে।
-মামা, কই তুমি?
-চাঁদে গেছিলাম ছাদ দেখতে। অহন নামতাছি।
-অত তাড়াতাড়ি কেমনে নামলি? চাঁদ থাইকা?
-আরে বেডা ঐ হলো, চ আর ছ সোয়াপ কইরা লইস। কি হুন্দর ব্লু মুন দেখলাম। তুই কই?
-আমিও ছাদে।
-আচ্ছা, তা তোরে অত দুঃখী দুঃখী লাগতাছে ক্যারে?
- ব্লু মুন দেইখ্যা কি হইবো? যা দেখতে আইছি, পাইনাইক্কা! মন খুব খারাপ।
-কি দেখতে গেছোস?
-মুন মুন ।