Posts

বাংলা সাহিত্য

ইংরেজি শিক্ষার প্রসার!

April 20, 2025

সাজিদ রহমান

109
View

১.

এক বন্ধুর বাপের শ্যালো ইন্জিন মেরামতের দোকান ছিলো। সময় পেলে সেই বন্ধুও সারাইখানায় বসতো। একদিনের ঘটনা। দুরের গ্রাম থেকে শ্যালো ইন্জিন নিয়ে এসেছে এক লোক।

দোকানের মেকানিক চেক করে দেখলো। বলতে গেলে কোন সমস্যাই নেই।

কিন্তু সহজ কথা সহজে বললে ব্যবসায় লালবাতি

জ্বলবে।

-ভাই, আমরা আরও চেক করে দেখি। আপনি ঘুরে আসেন।

শ্যালোওয়ালা ফিরে আসলে মেকানিক জানায়, ভাই মেশিনে বেশ কিছু সমস্যা ছিলো। ওয়াক্স লাগাতে হয়েছে। বিল হয়েছে ৫০০/- টাকা।

আমার সেই বন্ধু ক্লাসে বসে গল্পটা শোনায়।

কিভাবে ৫ টাকার মোম লাগিয়ে ৫০০ টাকার ওয়াক্সের বিল করেছে।

আমরা অনেক ছোট ছিলাম। সেই গল্পে আমরাও খুব মজা পাই।

২.

আগামীকাল পহেলা বৈশাখ। মেয়ের জন্য ওয়ান পিস পেয়েছি। ছেলের ফতুয়ার জন্য অন্য একটি দোকানে ঢুকেছি। ফতুয়া পেয়েছি, সাইজও মিলেছে।

কাউন্টারে দাড়ালাম। কী মনে করে পকেট থেকে মোবাইল হাতে নিই। কাউন্টারে বিকাশের নাম্বার রাখা।

-বিকাশে পেমেন্ট করবেন? দোকানদার আমাকে জিজ্ঞেস করে।

-না, নগদে দিবো। আমি উত্তর দিই।

-সরি, এখানে নগদের ব্যবস্থা নাই।

-না, আমি নগদেই দিবো!

- ওহো, বুঝতে পারছি। আপনি ক্যাশে দিতে চাচ্ছেন?

৩. 

দেশে ইংরেজি শিক্ষার ব্যাপক প্রসার হয়েছে।

ড্যাডিকে আব্বা ডেকে আর মোটেও গাইয়া থাকতে চাইছে না।

Comments

    Please login to post comment. Login