Posts

ফিকশন

মাইয়া মানুষ

September 13, 2025

সাজিদ রহমান

60
View

মোন্তাজ চাজির বয়স হয়েছে। কোন দিন ঢাকা যায় নাই। নতুন নতুন ঢাকায় আসা ভাতিজাকে ফোন দিয়েছে।

-তোমরা ঢাকাত থাকেন নাকি, বাহে?

-হয়, চাজি।

-শহরটা বোলে বাংলাদেশের চেয়েও বড়?

- হবার পারে, চাজি। যে পাকে যাও ঢাকা শেষ হয় না।

-ওটে বোলে সউক জিনিস বেশি বেশি?

- হয় চাজি। সবচায়া বেশি হইল মানুষ। এপাকে ওপাকে যাইতে মানুষের সাথে উষ্টা খাও বেশি। এটে সবচায়া সস্তাও বোধহয় মানুষ।

-মানুষ খুব সস্তা? খুব?

- হয় চাজি, দিন রাইত সউগ সময় মানুষে মানুষ। হাজার হাজার মানুষ রাস্তাতে ঘুমায়, ফুটপাথে ঘুমায়।

-দেশোত কদ্দিন আসপেন বাহে?

--ডিসেম্বারত হবার পারে।

- আইসার সময় সস্তা দেখি নিয়া আইসেন তো।

-কি জিনিস, চাজি?

- তোমার চাচি তো নাই। আনলে সস্তা দেখি একটা মাইয়া মানুষই আনেন বাহে

Comments

    Please login to post comment. Login