পোস্টস

কবিতা

তোমার নেশায়

২২ মে ২০২৪

সাজিদ রহমান

মূল লেখক সাজিদ রহমান

শোন প্রিয়তমা,
শুধু আমার বেলাই তোমার যত কিপ্টেমি।
অথচ সেই তুমি বিছানায় দাও নিজেকে মেলে,
একটু আধার পেলেই উজাড় করে দাও তোমার সর্বস্ব।
 
এমনকি চায়ের কাপকে দাও কত চুম্বন,
শাওয়ারের নিচেও তোমার থাকেনা এতটুকু লাজ,
আয়নায় যখন নিজেকে দেখো,
খুটে খুটে দেখে নেও নিজের সবটুকু।
 
জ্বরের ভাইরাসে ধরলেই ডাক্তারের কাছে পেতে দাও কপাল, কপোল
সোনালি আভার ডান হাতের কনুই, বুকের ধুকপুকানি
কতকিছু, আরও কত কিছু।
 
শুধু আমার বেলায় তুমি কারুনের উত্তরসূরি, 
বুরুন্ডির পথশিশু, খেতে না পেয়ে ভীষণ স্বার্থপর, 
তোমার দীঘল কালো চুলে বিলুনি কাটলেই
তুমি হও লঙ্কার নির্দয় রাবন।
 
একটু আলতো ছোঁয়ার নেশায়, 
 সরে না দাড়ালে 
ধারন করো কালীর রুদ্রমূর্তি।
 
তবুও বলি শোন,
তোমার পথের নেশায় কাটে যদি আরও একটা শতাব্দী,
তোমাকে পাওয়ার জন্য যদি হতে হয় হিটলার, মুসোলিনি
কিংবা
হাল আমলের রাসপুতিন।
দখল নিতে হয় জাপোরঝাপিয়া, দোনেস্ক, ইউক্রেন মূলক।
 
তবুও জেনে রাখো,
এতটুকু টলবেনা সংকল্প আমার
শুধু তোমাকে পাওয়ার নেশায়।