বাঘ নিয়ে অনেক গল্প আছে। আমি অন্তত দুইটা জানি।
এর মধ্যে রাখাল ও বাঘের গল্প কিংবদন্তি লাভ করেছে। মজার ছলে বাঘ আসছে শুনে লোকজন উদ্ধারের জন্য আসে। রাখাল তখন হেসে কুটি কুটি। কিন্তু যেদিন সত্যি বাঘ আসে,ডেকে কাউকে পায় না।
পরে এই গল্পের অন্য ব্যাখ্যাও শুনেছি। রাখালের সন্দেহ ছিল একদিন বাঘ আসবে। সেই ভয়ে সে লোকজন ডাকত। সত্যি সত্যি একদিন বাঘ এলো, কিন্তু তাঁকে বাঁচানোর জন্য কেউ এলোনা।
কিন্তু উপরের গল্প নয়, আজকে নিচের গল্প বলার জন্য এসেছি।
এখানে বাঘের সাথে আছে মেষ শাবক। সে বনের ধারে নদীর পাড়ে পানি পান করছিলো। এর মধ্যে এক বাঘ চলে আসে। সেও পানি পান করবে। পানিতে মুখ লাগাতে না লাগতে বাঘ মেষ শাবকের বিরুদ্ধে একটা অভিযোগ করে। মেষ শাবক তার পানি ঘোলা করছে। সে বিশাল অন্যায় করেছে। সে এখন তাকে খাবে। মেষ শাবক ভীষণ ভয় পেয়ে গেলো।
হুজুর পানি তো আপনার ঐ দিক থেকে আসছে। মেষ শাবক খুব বিনয়ের সাথে উত্তর দেয়। বাঘ দেখলো, কথা সত্যি। কয়েক সেকেন্ডের জন্যে চুপ থাকে।
হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। কিন্তু অনেক আগে তোমার দাদা কিংবা পরদাদা ঠিক এই কাজটা করেছিলো। সেই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। তোমাকে আমি খাবোই খাবো।
মেষ শাবককে আর কোন কথা বলার সুযোগ দেয় নি। মুহুর্তের মধ্যেই বাঘ তার উপর ঝাপিয়ে পড়ে।
পাদটীকাঃ
বাঘ মেষ শাবকের উপর ঝাপিয়ে পড়ার জন্য এত অজুহাতের দরকার ছিল না। আপনি এখন বলতেই পারেন। ওটা জঙ্গল, সেখানে জঙ্গলের আইন প্রযোজ্য।
কিন্তু সেই আইন এখন আর শুধু জঙ্গলে নয়, আমাদের মাঝেই চলে এসেছে। আশেপাশে খেয়াল করলে দেখি, বাঘেরা মেষ শাবকের উপর হামলে পড়ার জন্যে উঠে পড়ে লেগেছে।