কবিতা খুব ভালো বুঝি না। তবুও পড়ার চেষ্টা করি মাঝে মাঝে। সেটাও বাংলা বলে চালাই দেই।
কিন্তু আমার ইংরেজির জ্ঞানের অবস্থা তো যাচ্ছে তাই। BOOk বুক হলে DOOR ডুর নয় কেন, এই প্রশ্ন বহুকালের। Gigantic গাইগান্টিক না জাইজান্টিক, এই ধাধা বহুদিন সাথে নিয়ে ঘুরেছি। পরে আমাকে তাজ্জব বানিয়ে সে হয়ে গেছে জাইগান্টিক!! এইটা কিছু হলো? শুধু শুধু কিছু নারীকে বিচিত্র ও বহুরুপী নাম দিয়ে বহুরুপীর সাথে অন্যায় করা হয়। আসল বহুরুপী তো ইংরেজী শব্দমালা নিজেই। নিচের জিনিসটা পড়তে পারেন? 'Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis', মাত্র ৪৫ বর্ণের এটি একটি ইংরেজি শব্দ, ধুলার কারনে লাংস এর ক্ষতি হয় এমন একটি রোগের নাম। বুঝেন ঠেলা!! তবুও ইংরেজির বিকল্প নেই।
নতুন কবি ও কবিতার আলাপে আসি। 'Eyes can't reach me' নামের কবিতার বইখানা পেয়ে উল্টাতে থাকি। কবিকে একজন শিশুই বলা যায়, কারন কবি Zunairah Shareen অষ্টম শ্রেণীতে পড়ে, বাংলা মাধ্যমে। তারপরেও অসম সাহস নিয়ে ইংরেজি কবিতার বই লিখেছে। আশ্চর্য না হয়ে পারি না। এরপর আর না করা সম্ভব হয় না। পড়া শুরু করি।
শুরুর কবিতা a Silent gem এর দুটি লাইন এরকম,
'They all have their scintillating crowns, covered with expensive gems,
But, I'm just moving quietly like a pawn just to end this foolish game.'
আরও একটা কবিতা Bed of roses শুরু করেছেন,
"Pull me back from that hellfire, please I beg,
Honey please! That was not what I meant"
এটা পড়ে মনে পড়লো রবি ঠাকুরের কবিত,
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা....
কিন্তু কিন্তু...
পরের লাইনেই আছে...
Your words hit me like a bullet, surprisingly I'm alive,
Please let me explain, or you'll make the jester cry"
বলে নতুন যুগের নতুন আলাপ, নতুন অনূভূতি, সমাজের বাস্তবতাকেই টেনে এনেছেন।
অনেক কবিতা আছে এর মধ্যে, 'Knives can't make me bleed', Silent Sue, 'Dear wind, I hate you', 'Thirteen', 'Maddie cries for human, I cry for humanity', 'Paint me white', 'The earth is square', 'A white elephant' সহ আরও অনেক কবিতা আছে।
পড়তে গিয়ে সব বুঝে ফেলেছি, তাও নয়। কিন্তু কবিতা যেভাবে কবিতা হয়ে ওঠে, কবিতায় যে দৃশ্যকল্প থাকতে হয়, একটা সোজা অর্থ থাকে বটে, কিন্তু আরও অনেক অর্থের দিকে দৃষ্টি ফেরাতে বাধ্য করে, এর সবই রয়েছে Zunairah এর eyes can't reach me এর কবিতার লাইনে লাইনে। ও ছোট মানুষ, কন্যাসম। ওর জন্য শুভ কামনা রইলো। চর্চা অব্যাহত থাকলে zunairah অনেক অনেক দুরে পৌছাবে আমার বিশ্বাস।
বইয়ে কবিতার ফন্ট সাইজ ছোট হয়েছে। একটু বড় হলে ভালো হতো।
বইটি বের হয়েছে 'ছিন্নপত্র' প্রকশনী থেকে একুশে বইমেলা ২০২৫ এ।
পৃষ্ঠা সংখ্যা ৪৮, মলাট মূল্য ২০০/- টাকা
রকমারি থেকে সংগ্রহ করা যাবে।