পোস্টস

পোস্ট

অনূঢ়া

২৫ সেপ্টেম্বর ২০২৪

সাজিদ রহমান

মূল লেখক সাজিদ রহমান

 

যে নারীর বিবাহ হয়নি, তিনি অনূঢ়া। মানে যিনি কুমারি। বিয়ে না হলেই কুমারী, বিয়ে হলেই তুমারি (বাঙ্গি ফাটাশ!!), এ তত্ত্বও অচল এখন। সে অন্য কথা।

অনূঢ়া কুমারা দিশানায়েকে।

এই হলো নাম। নাম দেখে বোঝা যায়, বিয়ে হয়নি। সেটা নামে পাকাপোক্ত ভাবে রেখে দিয়েছেন। সাথে কুমারাও রেখেছেন। এরপরও যাদের দিশা হয়না, তাদের দিশা দেখানোর জন্য নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, মানে পুরা দিশানায়েকে।

তারপরেও সাত খন্ড রামায়ণ পড়ে সীতা রামের মা হয়। কখন? যখন ভুল হয়!!

আসল কথায় আসি।

অনূঢ়া কুমারা দিশানায়েকে হলেন শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট। বাংলাদেশের সাধারন মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে রাখলাম।

উনার নামের অর্থ জানি না। বাংলা অর্থ কেমন দাড়ায় সেটার হালকা পোস্টমর্টেম করলাম।

আর উনি বিয়েও করেছেন। ১ সন্তনের জনক। তবুও তিনি অনূঢ়া কুমারা দিশানায়েকে থেকে গেলেন। শ্রীলংকার জনগনের সেবা করে প্রকৃত দেশ নায়ক হয়ে উঠুন, সে প্রত্যাশা রাখি।