Posts

নন ফিকশন

বাংলা ভাষার টিকে থাকা

January 25, 2026

সাজিদ রহমান

9
View

২০২২ এর মে মাস। লন্ডনে ঢুকেই পরের দিন ইস্টলন্ডন এলাকায় চলে যাই। সাথে ছিলেন Kazi Milon ভাই। তিনি এই ছবি তোলেন। এর মাস দুয়েক আগে বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগে Whitechapel station এ ইংরেজির পাশাপাশি বাংলা নামও স্থাপন করা হয়। 

ইস্টলন্ডনের এই এলাকায় বাংলা ভাষাভাষী বহু মানুষের বাস। বিশেষ করে বাংলাদেশিই বেশি। এটাকে সম্মান জানাতে টাওয়ার হ্যামলেট মিউনিসিপালিটির এই উদ্যোগ। 

বলা হয়, বাংলা ভাষার জন্ম নদীয়া জেলায়। নদীয়ার মানুষের মুখের ভাষাকে প্রমিত বাংলার মর্যাদা দেয়া হয়। নদীয়া ভারতের একটি জেলা। ইদানীং সেই দেশের মানুষ ঐ দেশেরই অন্য অন্চলে বাংলা বললে নির্যাতনের শিকার হচ্ছে। আটক করে জেল হাজতে নেয়া হচ্ছে। বাংলাদেশি গুজবে মবের শিকার হচ্ছে। 

একজন বলেছিলেন, বাংলা ভাষা হিসেবে বাংলাদেশেই শুধু সম্মানের সাথে টিকে থাকবে। বর্তমানে কী সেটারই নমুনা দেখা যাচ্ছে!!

Comments

    Please login to post comment. Login