পোস্টস

চিন্তা

একটা দেশ কতখানি বাসযোগ্য, কিভাবে বুঝবেন?

২৯ আগস্ট ২০২৪

সাজিদ রহমান

মূল লেখক সাজিদ রহমান

একটা দেশের সামগ্রিক অবস্থা কেমন? কিভাবে নির্ধারণ করা হয়?

 

আমাদের মত দেশে, যে যখন মাইক পায় ফাটিয়ে বলতে থাকে। একজন তিলকে ভাদ্র মাসের পাকা তাল বানিয়ে ফেলে। সেই তাল গাছের নিচে কেউ থাকুক আর না থাকুক, সেই তাল তাঁর মাথায় পড়ুক আর না পড়ুক, কথার-তাল মাথা ঘুরিয়ে দিবেই দিবে। আরেক পক্ষ ঠিক উল্টা, তাল বাদ, তিলের অস্তিত্ব স্বীকার করতেও তিনি নারাজ। ফুটবল খেলায় বিশ্বসেরা কোচেরা মাঝে মাঝে কৌশল বদলিয়ে আপাত গুরুত্বপুর্ন একজনকে সাইড বেঞ্চে পাঠিয়ে আনকোরা একজনকে খেলায় নামিয়ে দেন। আসুন কিছু সময়ের জন্য তিলকে তাল, তালকে তিল করনেওয়ালাদের সাইড বেঞ্চে পাঠিয়ে দিই।

 

একটা দেশের সামগ্রিক অবস্থা বোঝার জন্য দুনিয়ায় কোন রীতিনীতি অনুসরণ করা হয়? সেটা একটু দেখি। এক্ষেত্রে বেশ কিছু স্বীকৃত ইনডেক্স/সূচক আছে।

 

১। হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স:

a. এই ইনডেক্সে দেখা হয়, মানুষের গড় আয়ু কত?

b. মানুষের গড় শিক্ষাগত যোগ্যতা।

c. মানুষের গড় আয় (Per Capita Income)

এই ইনডেক্সে দুনিয়ার সেরা দেশ হল নরওয়ে।

 

২। বেকারের হার:

আমরা সহজে বুঝি, উন্নত দেশ, বেকারত্বের হার কম। গরীব দেশে বেশি। এই ইনডেক্সে কাতার হইল ১ নম্বর। অর্থাৎ কাতারে সবচেয়ে কম বেকার মানুষ বসবাস করে।

 

৩। নমিনাল জিডিপি/টোটাল জিডিপি:

এটা একটা অর্থনৈতিক মানদণ্ড। মানুষের হিসেব অনুযায়ী দেশের মোট সম্পদ বেশি, মানে সেই দেশের অবস্থা বেশি ভালো। ইউরোপে লুক্সেমবার্গ নামে খুব ছোট একটা দেশ আছে। আইএমএফ এর হিসেব মতে এই ইনডেক্সে লুক্সেমবার্গ সবার সেরা।

 

৪। মহিলা/পুরুষ অনুপাত:

যে দেশে মেয়েদের সংখ্যা বেশি সেই দেশকে বেশি ভালো ধরা হয়। দক্ষিণ ক্যারিবিও দ্বীপপুঞ্জে Caracao নামক ক্ষুদ্র রাষ্ট্রে প্রতি ১০০ জন পুরুষের বিপরীতে আছে ১২১ জন মহিলা। কাতারে প্রতি ১০০ জন পুরুষের বিপরীতে ৩০ জন নারী।

বেকারের (কম) হারে কাতার এগিয়ে থাকলেও এই সূচকে একদম পিছিয়ে আছে।

 

৫। ব্যবসা শুরু করা সহজ/কঠিন:

দেশে ব্যবসা শুরু করা ও চালিয়ে নেয়া কতটা সহজ বা কঠিন। এই সূচককে খুব গুরুত্বপুর্ন মনে করা হয়। কারণ এর সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে। এই সূচকে নাম্বার ওয়ান হল নিউজিল্যান্ড।

 

৬। পরিবেশের সুরক্ষা ইনডেক্স:

একটা দেশে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় কতটা গুরুত্ব দেয়া হয়। এর সাথে ঐ দেশ কতটা বসবাস উপযোগী তা নির্ভর করে। এই ইনডেক্সে সবার উপরের নাম সুইজারল্যান্ড।

এই ক্ষেত্রে দেখা হয়,

ক) একটা দেশের পরিবেশের স্বাস্থ্য, বাতাস কি পরিমাণ বিশুদ্ধ, পানি ও পয়নিস্কাশন ব্যবস্থা কতটা ভালো।

খ) পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষিকাজ কতটা পরিবেশ বাঁন্ধব ও বনাঞ্চলের পরিমাণ

গ) দেশের হেরিটেজ, ইতিহাস, খাদ্যাভ্যাস, সংস্কৃতির প্রভাব

ঘ) মৎস্য সম্পদ, প্রাকৃতিক বৈচিত্র্য ও অন্যান্য প্রাণীর বাসস্থানের অবস্থা, জলবায়ু ও এনার্জি ব্যবস্থাপনা

 

৭। অর্থনৈতিক বৈষম্য:

যে দেশে ধনী ও গরীবের মধ্যে অর্থনৈতিক পার্থক্য বেশি, সেই দেশ সবচেয়ে খারাপ। ইউক্রেন এই সূচকে সবচেয়ে এগিয়ে। অর্থাৎ ইউক্রেনে ধনী ও গরীবের মধ্যের পার্থক্য সবচেয়ে বেশি।

 

৮। নাগরিকের সুখ/Happiness Index:

নরওয়েকে সবচেয়ে সুখী দেশ বলা হয়। এই সূচকের জন্য অনেকগুলো মানদণ্ড আছে।

 

৯। বিশ্ব শিক্ষাগত যোগ্যতা সূচক

গড় শিক্ষাগত যোগ্যতায় (Average Education Level) সবার উপরের নাম দক্ষিণ করিয়া।

একজন ১৫ বছর বয়সী শিশু অংক, বিজ্ঞান ও ইংরেজি ভাষায় কতটা বেশি পারঙ্গম সেটার উপর এই সূচক নির্ধারন করা হয়।

 

১০। অন্যান্য

পাসপোর্টের মান (সিঙ্গাপুর ও জাপান শীর্ষে), ঋণমানে কি অবস্থান ইত্যাদি অনেক সূচককে হিসেবে নেয়া হয়।