Posts

বিশ্ব সাহিত্য

তর্জমায় মাওলানা জালালুদ্দিন রুমি’র মসনবী—

March 31, 2025

Muntaka Azmain Muhi

Original Author মাওলানা জালালুদ্দিন রুমি

Translated by মুনতাকা আজমাইন মুহী

52
View

১. আল্লাহ আছেন তাঁর সকল সৃষ্টির মধ্যে—
যেভাবে নক্ষত্রে বিরাজমান থাকে আকাশের চাঁদ।

২. প্রেমকে আমি চিরকাল বিশ্লেষণ করি ঠিকই, কিন্তু প্রেমে পড়ার সেই বোধ আমার আজন্ম বর্ণনাতীত।

৩. আমাদের সকল কথা নিজেদেরই খণ্ডখণ্ড টুকরো।

৪. আদম সন্তানেরা চিরকাল পার্থিবতা’কে ধরে নেয় সুখ।

৫. দুই চোখে যা আমি দেখছি, তা আমার নিজের ভেতরেরই নূর, নিজের ভেতরের আলো হতে উৎপত্তি যার।

৬. প্রিয়, আমার দুই চোখে তোমার দেখা পাবার সৌভাগ্য না হলে আমার জন্য দৃষ্টিহীনতাই শ্রেয়।

৭. বর্ণ, শব্দ ও বাক্য ধ্বংস করার পর যা অবশিষ্ট থাকে তা দিয়েই হবে তোমার সাথে আমার যোগাযোগ।

৮. তুমি বহুদিন রয়ে গেছো কঠোর হৃদয় সাথে নিয়ে—
এর চেয়ে মাটি হলেই বরং দেখতে পেতে
তোমার নিজের ভেতর জন্ম নেয়া সেই ফুলের বাগান।

৯. আলো গ্রহণেই তোমার মুক্তি—
হোক তা প্রথম বাতি বা সর্বশেষ
বাতি হতে।

১০. আমাদের সকল দুঃখ নিজেদের মৃত্যুর এক অবিচ্ছেদ্য অংশ।

Comments

    Please login to post comment. Login