Posts

কবিতা

আর্যাবর্তের গান

April 2, 2025

মোঃ আব্দুল আউয়াল

Original Author অধ্যক্ষ এমএ আউয়াল

104
View

এই ভূমিতে জনম নিয়েছে কত শত রথী মহারথী,
তাদের রঙ, ভাষা, কৌশল—সবই ভিন্নতর;
একই মাটির বুকে শত রাজা মহারাজা
গেঁথেছে দুঃসাহসী জীবন চেতনার পরম স্তম্ভ।

পশ্চিমের বাতাসে ভেসে এসেছিল ভাগ্যন্বেষীরা,
খালি হাতে, নগ্ন পায়ে, স্বপ্নভরা চোখে—
এই মাটির স্নেহ, তার উর্বর স্পর্শ
নিয়ে নিয়েছে তাদেরও আপন করে।

বহু জাতি, বহু সংস্কৃতি—সবাই চাইছে বিকশিত হতে,
কিন্তু অধিকারের ভারে নত হতে হতে
কখন যেন ভেসে ওঠে বিভাজনের রেখা,
কুরুক্ষেত্রের ধুলো আবার ঝড় তোলে!

তবু এই মাটি—সে চুপ থাকে না,
সে বয়ে চলে আপন ধারায়,
তুমি তাকে যেমন দেখো, তেমনই সে;
অক্লান্ত, অপরাজেয়, অনাদি—
তার বুকে জন্ম নেয় মহারথীরা, আবারও!

Comments

    Please login to post comment. Login

  • awal mohan 8 months ago

    দারুন হয়েছে।