পুনর্মিলন
আমাদের আবার দেখা হবে,
নীল সমুদ্র পার হয়ে শতমাইল দূরে, কোনো এক অজানা দ্বীপের মাঝে আমাদের আবার দেখা হবে।
আলোকবর্ষ পারি দিয়ে, আপেক্ষিকতার নিয়ম ভেঙে , অন্য কোনো গ্রহের একটা সাদা পাহারের চুড়ায়, আমাদের আবার দেখা হবে।
ভিনদেশী দুটো পেঙ্গুইনকে সাক্ষী রেখে আমরা আবার এক হবো।
তখন হয়ত পৃথিবীতে বসন্তকাল থাকবেনা। হয়ত তখন আর কোকিল ডাকবেনা,
কিন্তু আমাদের দেখা ঠিকই হবে।
এমন এক দুদর্শার দিনে আমাদের দেখা হবে, যেদিন এ পৃথিবী তার সৌন্দর্য হারিয়ে ফেলবে,
আমার ক্লেশে ততদিনে চাঁদও তার লাবণ্যতা হারিয়ে ফেলবে।
একদিন আমাদের আবার দেখা হবে, অবশ্যই হবে।
সেই এক দিনের অপেক্ষা করতে করতে হয়ত,
পৃথিবীর অভ্যন্তরীণ সব লাভারাও মরে যাবে, তখন হয়ত কুয়াশার রঙ হবে ধোয়ার মত কালো।
অপেক্ষা করতে করতে একদিন সূর্যের আলো ফূরিয়ে যাবে।
এরপর এক অন্ধকার দিনে আমাদের দেখা হবে।
এমন এক অদ্ভুত দিনে আমাদের দেখা হবে,
যেদিন নীল আকাশ আর নীল থাকবেনা, গ্রহেরাও সব মরে যাবে, সেদিন আর আকাশে চাঁদও উঠবেনা,
যেদিন আমাদের দেখা হবে সেই দিনটা হবে খুবই আশ্চর্যের একটা দিন।
যে মুহুর্তে আমরা এক হবো ঠিক সে মুহুর্তে আকাশ থেকে মেঘের গর্জন শোনা যাবে।
শনির বলয় তখন প্রসারিত হয়ে যাবে।
মঙ্গলের লাল রূপ নীল হয়ে যাবে।
পৃথিবীর সব অসুখ সেরে যাবে।
সময় দীর্ঘ হবে।
সেই আশ্চর্যের দিন দেখে সবাই অবাক হবে।
ভাববে পৃথিবীর এ কি হলো।
কিন্তু কেউ জানবেনা।
আজ আমাদের আবার দেখা হয়েছে।
কাব্যগ্রন্থ - নক্ষত্রের ক্ষত