বাঁশ বাগানে পাতার ফাঁকে
টুনটুনিটার তিড়িং বিড়িং
লাউয়ের মাঁচায় সবুজ পাতায়
খাচ্ছে দোলা ঘাসের ফড়িং।
ভোর সকালে সোনা রোদে
বাছুর টা যে লাফিয়ে বেড়ায়।
কাজলা দিঘীর শান্ত জলে
হাঁসের ছানা ঝাপিয়ে বেড়ায়।
কালি ঘাটে কীর্তন গায়
পূণ্য মনে ঠাকুর মশাই।
উদাস মনে গায়ের বধু
কলসি কাঁখে জল নিয়ে যায়।
ক্ষেতের আলে খোকন সোনা
দৌড়ে নিয়ে ঘুড়ির লাটাই।
আমি তখন আঙ্গিনাতে
বসে অলস সময় কাঁটাই।