Posts

গল্প

ঈদ মানে খুশির দিন

April 5, 2025

ওমর ফারুক আশরাফি

209
View

ঈদ

ওমর ফারুক আশরাফি

ঈদ হলো আরবি শব্দ।এর বাংলা অর্থ হলো ফিরে আসা।শব্দটি আনন্দ-উৎসব অর্থেও ব্যবহৃত হয়।

ঈদ বছরে দুইবার আসে;ঈদুল ফিতর ও ঈদুল আযহা।মুসলমানদের নিকট এই দিনের গুরুত্ব অপরিসীম।এই দিন ধনী-গরীব,কামার-কুমার,মুচি এবং ব্যবসায়ী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ঈদের নামাজ আদায় করে।ঈদের নামাজ শেষে কুলাকুলির রেওয়াজ তো আছেই।এই দিন নামাজ শেষে সবাই সদকাতুল ফিতর আদায় করে।ঘরে ঘরে রান্না হয় হরেক রকম মজাদার আইটেম।আর সালামী তো আছেই।ছোট্ট ছেলেরা সালামীর জন্য বড়দের পিছে পিছে ঘুরে।অনেকে আবার আত্মীয়-স্বজনদের সাথে ঈদ করার জন্য গ্রামেও যায়।গ্রামে ঈদ করার তুলনাই হয় না।এই দিন আবার মুরুব্বিদের না ঘুমালে হয় না।এই দিন রাস্তার আশে-পাশে ছোট্ট দোকান বসে,সেখান থেকে ছোট্ট ছেলে মেয়েরা খেলনা কিনে নেয়।আসলেই এই দিন অনেক খুশির একটা দিন,আনন্দের একটা দিন।

Comments

    Please login to post comment. Login