০২৯১ লোকগীতি: কষ্ট
এতো কষ্ট কেন দিলা রে বন্ধু, ভালোবাসো যদি;
কষ্ট কষ্টে দুচোখ আমার, হয়ে গেছে নদী।২
কত সুন্দর স্বপ্ন ছিল, মনে ছিল আশা;
তোমার সাথে হবে আমার, মধুর ভালোবাসা।২
ভালোবাসা হইলো আমার, হইলো না আর সাদি।ঐ
তোমার দেওয়া কষ্ট গুলো, পেতে নিলাম বুকে;
এ জীবনে আমার আর, থাকা হলো না সুখে।২
বুক ভরা কষ্ট নিয়ে, আমি শুধু কাঁদি।ঐ
যতো পারো কষ্ট দাও, দাও চোখের জল;
কষ্টে কষ্টে অন্তর আমার, পুড়ে হলো লাল।২
আমায় কষ্ট দিয়ে তুমি, ভালো থাকো যদি।ঐ
Noakhali; April 06, 2025.