গোপন সর্বদা হউক চরম গোপনীয়
সত্যের প্রকাশে থাকুক সব পরম পূজনীয়।
বিশ্বাসের ভিত থাকুক চরম গভীরতায়
আস্থার ক্ষেত্র তৈরি হউক পরম নির্ভরতায়।
জানার পর্যায় হউক সুক্ষ বস্তুনিষ্ঠতায়
অবিশ্বাসের গ্লানি মুছে যাক তীব্র ভালোবাসায়।
মাতৃত্বের প্রকাশ ঘটুক পরম মমতায়
স্নেহের মাধ্যমটাই হউক চরম আবেগময়তায়।
সাফল্য উৎযাপিত হউক চরম উৎকর্ষতায়।
ব্যর্থতার প্রকাশ হউক নিদারুন প্রত্যাশায়।
This is a premium post.