Posts

কবিতা

০২৯২ লোকগীতি: সইতে পারি না

April 8, 2025

তারিক হোসেন

13
View

০২৯২ লোকগীতি: সইতে পারি না

আমি সইতে পারি না, ওগো সইতে পারি না;
তোমার অবহেলা, আমি সইতে পারি না।২

নয়নে তোমার নয়নের ছবি, আমারে করেছে প্রেমের কবি;
নিশি দিন তোমায় ভাবি, তুমি আমার ভোরের রবি।২
তোমার কোমল কন্ঠ বিহীন, আমার সকাল হয় না।ঐ

ভালোবেসে তোমারে করেছি, প্রেমের দেবতা;
তোমার হাতে তুলে দিয়েছি, জীবনের বারতা।২
তুমি রং না দিলে কভু, রঙ্গিন হয় না।ঐ

শত কাজে শত কর্মে, তুমি থাকো মম মর্মে;
তোমারে বেঁধেছি আমি, স্বর্গের প্রেমের ধর্মে।২
তোমার প্রেমের পরশ বিহীন, বাঁচতে পারি না।ঐ

Noakhali; April 07, 2025.

Comments

    Please login to post comment. Login