Posts

গল্প

ব্যাটে বলে জয়

April 8, 2025

নয়ন ইসলাম

Original Author নয়ন ইসলাম

110
View

আমাদের বাসার লাগোয়া একটা বিল্ডিং পরেই একটা গলি আর গলির উত্তর দিকেই আমাদের বাসা বরাবর যে বাসাটা সেই বাসাতেই দুটা  আমগাছ গাছে । একটা আমগাছ আবার বারোমাসি । প্রতিটা দিন বিকালে আমরা খেলতে যেতাম কেননা ঐ গলির রাস্তাটাই ফাকা ছিল আমাদের নিউ ইস্কাটনে । একদিন ব্যাটিং করছিলাম । ছক্কা মারতে গিয়ে বল গিয়ে লাগলো সরাসরি আমে । বল লেগে আমটি অর্ধেক হয়ে নিচে পড়ল আর বাকি অর্ধেক গাছেই রয়ে গেল । যেই এইটা নিয়ে সবাই গাছের দিকে তাকালাম ঠিক অমন মুহূর্তে চোখ আটকালো পাশের বাসার ছাদে । ছাদে পায়চারী করছে একটা মেয়ে হাতে একটা বই নিয়ে । এদিকে যে আমরা সবাই গাছের নিচে জড়ো হয়েছি দেখছেও না । সবাই আবার চলে আসলাম আর মনোযোগ দিলাম খেলায় । ঠিক পরের বলে আবার ছয় মারতে গিয়ে বলটা গিয়ে লাগলো ছাদে পায়চারী করা মেয়েটির গায়ে । বলটা লাগার পরে মেয়েটি যে কি জোরে চিৎকার দিল সব গলি ছেড়ে দৌর । কিন্তু ব্যাট হাতে চিৎকার শুনে আমি আর দৌর দিতে পারলাম না । ওদিকে ছাদে মেয়ের চিৎকার শুনে ছাদে আরো মানুষ জড়ো হল । মেয়েটা যে কি বলল সবাই নিচে নেমে গেল । আর মেয়েটা ছাদে থেকে আমাকে ইশারা দিল যেন সরে যাই । আমি তো থ হয়ে দাড়িয়েই রইলাম । এদিকে এক ছোট ভাই এসে আমার হাত থেকে ব্যাটটা সরিয়ে নিল । ঐ বাসা থেকে একজন মহিলা আর একটা ছেলে বের হয়ে এসে চিল্লাচিল্লি শুরু করল , ‘ এটা কি খেলার জায়গা? মানুষ আহত করে কেউ খেলে? বলটা মাথায় গিয়ে লাগলে আজ আমার মেয়েটাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া লাগত’ । এভাবে কিছুক্ষণ চিল্লিয়ে চলে গেল উনারা । সেদিনের মত আর কেউ খেলিনি । পরদিন সকালে তাড়াহুড়োয় ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নেমে কিছুক্ষণ হেটে সামনে এগুতেই দেখি সেই মেয়েটি ।  সাদা এপ্রন পরে আস্তে আস্তে হাঁটছে রোড দিয়ে আর রিকশা খুঁজছে । ভালোমত লক্ষ্য করলাম কোন দিক দিয়েই মেয়েটিকে ডাক্তার মনে হচ্ছে না । হয়ত মেডিকেল স্টুডেন্ট । আমি একটু জোরে হাঁটা দিয়ে মেয়ের সামনে গেলাম । 
- এই যে শুনছেন । 

মেয়েটি ডান দিকে তাকিয়েই দেখতে পেল আমাকে ।

- জী, বলুন ।

- গতকাল খুব ব্যাথা পেয়েছিলেন বুঝি?

- বলটা যেভাবে মেরেছেন ব্যাথা তো অবশ্যই পেয়েছি তবে ছক্কা মেরেছেন বলেই আপনাকে বাঁচিয়ে দিয়েছি । তবে আপনি বলদের মত ওভাবে ওখানেই দারিয়ে ছিলেন?

- আমি তো থ বনে গিয়ে ছিলাম ।

- কিহ?

- আমার পা গুলো নিয়ে আমি ভাগতে পারছিলাম না । 

এর মধ্যে পাশ দিয়েই একটা রিকশা যাচ্ছিলো পাশ দিয়ে আর মেয়েটি রিকশা ঠিক করে নিল হলি ফ্যামিলি মেডিক্যাল যাবার উদ্দেশ্যে । যাক এদিকে আমি জেনেও গেলাম কই পরে । রিকশায় উঠতে উঠতে নাম জানতে চাইলাম আর নামটিও বলল আমাকে । নাম তার রাদিয়া । রিকশাটা সামনে দিয়ে চলেও গেল । আমার চোখ রিকশাতেই আটকেই রইল আর রিকশার চলে যাওয়া দেখতে লাগলাম । আমিও আমার ভার্সিটি চলে গেলাম । 


 

আমি এখন প্রতিদিনই খেলতে যাই যদিও আমার উদ্দেশ্য মেয়েটিকে দেখতে যাওয়ার । মেয়েটিও ছাদে উঠে প্রতিদিন , আমাদের খেলা দেখে । আমি ছক্কা হাঁকালে দেখি তালিও দেয় মাঝে মাঝে । আমার ডেইলি রুটিনে খেলতে যাওয়া বাধ্যতামূলক এখন । তো একদিন আমি খেলতে যেতে পারলাম না ।পরদিন যেদিন খেলতে গেলাম একটা ছোট ভাই আমাকে বলল, ‘আমাকে নাকি খুজছিল ঐ ছাদের আপুটা’ ।

- আর কিছু বলেছে?

- আমাকে তো আর কিছু বলে নাই । শুধু জিজ্ঞেস করেছিল আজ কেন খেলতে আসি নাই ।

- তুই কি বলেছিস?

- আমি কি বলব আবার । বলেছি হয়ত কোন মেয়ের সাথে দেখা করতে গেছে ।

- তুই এটা কেন বল্লি? মেজাজটাই খারাপ করে দিলি
- তুমি বল কিনে দাও না , টেপ কিনে আনোনা তাই ওভাবে বলেছি তবে একটা খবর তোমাকে দেই । আপুটা ঐ কথা শুনে মেজাজ খারাপ করে চলে গেছে ।

- কিহ বললি? মেজাজ খারাপ করে চলে গেছে । তুই এটা কোন কাজ করলি?
যাইহোক খেলায় মনোযোগ দিতে পারছি না একদমই । ওদিকে রাদিয়া ছাদেও উঠছে না মেজাজ আমার খুবই খারাপ হয়েই রইল । আজকে রাদিয়া ছাদেই উঠল না । মেজাজ খারাপ করে চলে আসলাম বাসায় আর ভাবতে লাগলাম দেখা করতে হবে মেয়েটার সাথে ।

পরদিন সকালে বের হয়ে রোডের মাথায় এসে দাড়িয়ে রইলাম । কিছুক্ষণ পরই রাদিয়া রিকশাতে করে যাচ্ছে । আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল । যদিও আমাকে সে দেখেছে কিন্তু না দেখার ভান করেই চলে গেল । আমিও একটা রিকশা নিয়ে চলে আসলাম রাদিয়ার মেডিক্যালে । যদিও এখানে আমার অনেক বন্ধু পরে এই মেডিক্যালে । একটা নেতা বন্ধুও আছে । ভাবলাম ওর সাথে দেখা করি আর রাদিয়ারও কিছু ডিটেইলস বের করি । মেডিক্যালে ঢুকতেই রাদিয়ার সাথে দেখা ।

- কি ব্যাপার আপনি এখানে কেন? আপনার আজ কোন মেয়ের সাথে দেখা করার সময় হয় নাই?

- দেখা করতেই তো আসলাম । ( সরাসরি ওর দিকে তাকিয়ে )

- বাহ, ভাল তো । যান তাহলে দেখা করতে । ( আমার দিকে না তাকিয়েই কথাটা বলল )

- এইতো, দেখা হয়ে গেছে তো আর আমি তার সামনেই দাঁড়ানো ।

- হয়েছে আমাকে আর ফুলাতে হবে না এসব বলে । 

- আপনার সাথে কথা আছে আমার । সময় আছে আপনার ?

- হুম আছে । বলে ফেলেন, তবে ভালবাসি ঠালবাসি একথা বলবেন না ঠিক আছে? পরিচয় হল না দুদিনও আর এতে অন্তত ভালবাসা যায়না ।

- আরে না সেসব কিছু না । কথা আছে মানেই যে ভালবাসি বলতে হবে তা কেন? ( মনের ভেতরটা খালি খালি লাগা শুরু করল কিন্তু উপরে উপরে দেখাচ্ছি আমি । ) চলেন ক্যান্টিনে যাই আপনাদের ।


 

ক্যান্টিনে গেলাম দুজনে । কিছু নাস্তা অর্ডার দিলাম । খেতে খেতে কথা বলছি ।

- আসলে আপনি যেদিন নিচে নেমে আমার কথা যে ছেলেকে বলেছিলেন ও আপনাকে বানিয়ে বানিয়ে বলেছে । সেদিন আমার ক্লাস ছিল মেকআপ ক্লাস । আর হ্যা আপনার সাথে আগে পরিচয় হয়ে নি । 

- বলতে হবে না আমি জানি আপনার পরিচয় ।
- কিভাবে জানলেন? আর আমি তো কিছুই জানলাম না?

- জানতে চাইলে জানার উপায় বের করতে হয় । আমি তো বের করে নিয়েছি কিন্তু আপনি তো পারলেন না । যাইহোক আপনার নাম রুহেল বাকি কিছু আর নাই বললাম । ( তার মুখে এক চিলতে হাসির ঝিলিক লেগে রয়েছে দেখতে পেলাম ।)

- হুম, নামতো ঠিকই জেনে নিয়েছেন ।

Comments

    Please login to post comment. Login