কে থাকে তোমার আঁখি পল্লবে, কে থাকে তোমার অন্তরে।
কে ভাবায় তোরে খেয়ালি বিবেক, কে ভাবায় ওরে মন তোরে।
চেয়ে আলো পাই আলেয়া, কার পিছনে ছুটছি চলে।
সুপ্ত মনে কে নাড়া দেয়, ভালোবেসে যায় গোপনে।
কার স্মৃতি আজ দোলা দেয় মনে, কার ছবি আঁকো আনমনে।
কার ছোঁয়াতে চমকে ওঠো, লুকিয়ে দেখো ক্ষণেক্ষণে।
কার প্রতীক্ষার বাসর সাজাও, পলেপলে খুব যতনে।
মনের অতল গহীন ব্যথা, চোখ দেখিয়া কে জানে।
বেঁধেছো কারে হৃদয় ডোরে, বেঁধেছো প্রেমের বাঁধনে।
কে হাসায় তোরে চঞ্চলা মন, কে নাড়ে তোর নথ ধরে।
কে করে তোরে এতো উতলা, আঁকড়ে ধরে বাহুডোরে।
কার হাতের আংগুলের স্পর্শে, চষে যাস কার বুকের জমিন
কে তোর মুখের হাসিখানা, হতে দেয় না একটু মলিন।