Posts

কবিতা

০২৯৮ আধুনিক গান: তোমায় কোনো দায় দিব না

April 11, 2025

তারিক হোসেন

113
View

০২৯৮ আধুনিক গান: তোমায় কোনো দায় দিব না

তোমায় কোনো দায় দিব না, করবো না দোষী; 
আমার মনের কষ্ট দেখে, হইতে পারো খুশি।২

ভালোবেসে যার হাতে, রেখেছিলে হাত;
কেমন করে তারে তুমি, দিলে অপবাদ।২
শেষবার তুমি চলে গেলে,২ বলে গেলে আসি।ঐ

রূপের মোহে গেলে নাকি, টাকার মোহে গেলে; 
আমার চেয়ে রূপে ধনে, ভালো কাউকে পেলে।২
ভালো কাউকে পেয়েছ বলে,২ তোমার মুখে হাঁসি।ঐ

তুমি ছাড়া জীবন প্রদীপ, জ্বলছে ধিকি ধিকি।
কেমন করে তোমার স্মৃতি, ভুলে আমি থাকি।২
ভালোবাসা কাল হলো মোর,২ গলায় প্রেমের ফাঁসি।ঐ

Noakhali; April 11, 2025.

Comments

    Please login to post comment. Login