কে কার কথা রেখেছে কোন কালে,
সকালের আভা ছড়িয়ে রোদের উষ্ম তাপ যখন ছুঁয়েছে মৃত্তিকা,
জানালা গড়িয়ে ছুঁয়েছে পর্দার আড়াল,
ঘুমভাঙা শিশুর মুখে মেলেছে হাসির ছটা,
জাগিয়েছে ধরণীর বুকে আরো একটা সূচনা,
হয়েছে যাত্রাপথের পথিকের পদচালনা,
ফিরে তাকায়নি , আঁধার...
আবার একই অপেক্ষাতেই থাকছে রাত,
গোধূলির শেষে পুনরায় বৃত্তের পরিধির ভেতর নির্ধারিত চক্রের পুনরাবৃত্তি পথ চেয়ে...
কথা রাখেনি, মানুষ. . .
সহস্র কোটি লক্ষ্য নক্ষত্র তারা'রা অবধারিত ভাবে ঠিকই নিজ নিজ কাজে নিয়োজিত আছে অবিরাম অন্তহীন ব্যস্ত ভাবে,
তবু, আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকার ছলে ভুলেছি আপনাকেই,
আমিত্বের অমৃত বোধ জব্দের ভিড়ে ভুলেছি নিজেকেই, ভুলেছি কী?
তাইতো আজ এ আমার বিস্ময়ের অভিব্যক্ত,
অনুভবের ব্যাপ্তির শেষে, একটাই, 'জানতে চাওয়া' ~
কে কার কথা রেখেছে কবে....
99
View