০৩০৩ আধুনিক গান: তুমি আমার প্রিয়া
ওরে চন্দ্র সূর্য সবই সাক্ষী, তুমি আমার প্রিয়া;
তোমায় আমি ভালোবাসি, পুরো হৃদয় দিয়া।২
ওরে বুকের মাঝে রেখেছি তোমায়, সোনার সিংহাসনে;
কেউ জানে না কেউ জানে না, চন্দ্র সূর্য জানে।২
দিবানিশি দেখি তোমায়, দু নয়ন ভরিয়া।ঐ
ওরে প্রেম হইল সোনার ময়না, যতনে বুকে রাখি;
ভালোবেসে মনে মনে, এক সাথে থাকি।২
সারাক্ষণ ভাবি আমি, তোমার নাম লইয়া।ঐ
ওরে ভালোবেসে তোমায় আমি, দিয়েছি আমার মন;
এই জীবনে আর পাবো না, এমন আপন জন।২
সারা জীবন তোমায় আমি, রাখিবো আপন করিয়া।ঐ
Comilla University; April 16, 2025.