"কমিক্স ছোটদের জিনিস" এই ভ্রান্তিময় ধারণা থেকে বাংলাদেশের বিভিন্ন কমিক বুক প্রকাশনীর বদৌলতে অধুনা অনেকেই বেরিয়ে আসছেন। The Business Standard পত্রিকার সৌজন্যে পহেলা বৈশাখে প্রকাশিত হলো ৩২ পৃষ্ঠার ফ্রি কমিক্স সাপ্লিমেন্ট। আগামীটা বাদ দিয়ে প্রতি বৃহস্পতিবার ইংরেজি পত্রিকাটি ক্রয় করলে কমিক্সের প্রতি আগ্রহী এবং নানা বিষয়ে কিউরিয়াসরা পেয়ে যাবেন সাপ্তাহিক 'বুম!'
সংখ্যা ০১ পড়ার পরবর্তি তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাচ্ছি।
১) মামলেট - মাহাতাব রশীদ / আদ্রিতা কবির
বুমের শুরুটাই হয়েছে বাঙালির অদ্ভুত খাদ্যাভ্যাস নিয়ে কমিক রিলিফ দেয়ার মাধ্যমে। অঙ্কনে একটু মাঙ্গা ভাইব পেলাম।
The Business Standard সম্পাদক ইনাম আহমেদ "কেন কমিকস ম্যাগাজিন" সম্পাদকীয়তে সংক্ষেপে কমিক্সের আর্ট হিসেবে গুরুত্ব, প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ নিয়ে সুন্দর আলোচনা করেছেন।
১) চন্দ্রাবতী - লেখা ও আঁকা : ফাহিম আনজুম রুম্মান। ভাষান্তর : প্রান্ত ঘোষ দস্তিদার
রূপকথার মতো শুরু হওয়া গল্প চন্দ্রাবতী নামের এক বাছুরের জন্ম দিয়ে হয়। চন্দ্রাবতীর বেড়ে ওঠা, ক্রমান্বয়ে হাঁটতে শিখাসহ এক আধিভৌতিক আবহ সৃষ্টি হয়েছে সুন্দর আর্টয়োর্কে। ধারাবাহিক গ্রাফিক নভেলটি আগ্রহ সৃষ্টি করেছে।
২) পাখি না উড়োজাহাজও না, সুপারম্যান, অ্যাবসলিউট সুপারম্যান - নাসিফ তানজীম
অ্যাবসলিউট সুপারম্যান চলমান সিরিজটি ফলো করার কারণে আমি লেখাটির সাথে রিলেট করতে পেরেছি অনেক। সুপারম্যানকে এক নতুন আঙ্গিকে দেখার সুযোগ ও সমালোচনা লিখেছেন নাসিফ। বিদেশি কমিক্স যারা পড়েন তাদের ভালো লাগবে এ লেখা।
৩) ঘাড় মটকা সমাচার - আঁকা ও লেখা : আয়মান
ভাড়া বাড়িতে নতুন উঠা এক মেয়ের সাথে সেই বাড়ির ভূতদের গ্যাঞ্জাম নিয়েই তিনটি পর্ব আছে এখানে। মাঙ্গা ভাইব পেলাম আবার। তাছাড়া ফানি এই সিরিজে ড্রাকুলা, ফ্রাঙ্কেনস্টাইনের প্রতি নড দেয়া হয়েছে।
৪) সরুর চন্দ্রাভিযান - তানজীল হাসান / আনিকা নাওয়ার ইহা
দুজন অকর্মণ্যকে ত্রুটিযুক্ত চন্দ্র অভিযানে পাঠানো হচ্ছে। ফানি কার্টুন টাইপ কমিক্স। আগামী পর্বে কী ঘটবে দেখার ইচ্ছা আছে।
৫) বেসিক আলি সুপারহিরো - শাহরিয়ার
কার্টুনপ্রিয়দের ঘরে ঘরে পরিচিত নাম বেসিক আলীর ধারাবাহিক সুপারহিরোর শুরুটা যথারীতি বেসিক আলীয় স্টাইলে হয়েছে। মানে ফান, কিছুটা টুন ফোর্স আর শেষের দিকে ক্লিফহ্যাঙ্গার।
৬) যেভাবে ডাকে ডাহুক - নাতাশা জাহান
সম্পূর্ণ এ কমিক্সে এক নারীর ছোটবেলার ইশকুল জীবনের স্মৃতির সাথে সাথে পাঠককে নিয়ে যাবে বিষাদে ভরা এক গল্পে। স্পয়লার দিলাম না আর। এই সংখ্যায় আমার সবচেয়ে পছন্দের কমিক্স এটি। আমরা কেউ কেউ হয়তো গল্পটির সাথে নিজেকে রিলেট করে ফেলতে পারি, দুর্ভাগ্যক্রমে।
৭) ফিফটি-ফিফটি - অরিন্দম কুন্ডু
এক হস্তরেখাবিদের কাছে হাত দেখাতে গিয়ে 'হাতিমির' খপ্পরে পড়েন জনৈক তরুণ। গল্পটি মজার। কেন জানি সুকুমার রায়ের কথা মনে পড়ে গেলো।
কমিক্সের মিডিয়াম হিসেবে গুরুত্ব অনেক। আমাদের দেশে বর্তমানে অনেকে হার্ড য়োর্ক করছেন এ শিল্পকে সফল করতে। The Business Standard কে অনেক ধন্যবাদ রিস্কি এ প্রজেক্ট হাতে নেয়ার জন্যে। সমরূপ উদ্যোগে অন্যান্য পত্রিকাগুলি সম্ভব হলে এগিয়ে আসবেন এই আশা রাখি।
কমিক্স সাপ্লিমেন্ট রিভিউ
নাম : বুম! কমিকস
( একটি The Business Standard প্রকাশনা )
সংখ্যা ০১
সম্পাদনা : আলীম আজিজ, মাহাতাব রশীদ
প্রচ্ছদ : আনিসুল ইসলাম সামির
প্রকাশনা : The Business Standard
জনরা : কমিক্স
রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ।
