ত্রিভুবন শবের বেশে বেশ চলছে সব, তবে...
অকপটে, জীবনের সব কটা ঘাটে উঁকি দিয়ে
দেখছে স্ব-গোচরে,
আড়ালের আয়নায় দাঁড়িয়ে স্বপ্রকাশিত ভাবনায়।
তবে কবে হবে দেখা সত্যের সান্নিধ্যের সাথে অকপটে?
বলবে আর কে না হয় বলবেন বিধাতা,
মুহূর্তের প্রেক্ষাপটে . . .
নিবিড় মনন তটে গড়বেন স্বপ্ন, প্রত্যাশা,
হবে বোধের মিলন বিদ্যায় কাটবে কুয়াশা,
হোক তবে তা', জীবন রঙে রাঙিয়ে দিও
দিও মিটিয়ে সবক'টা প্রাণের যাচিত আশা. . .
তাই হোক, ভরসার নৌকা ঘাটে ফিরে আসুক,
বাঁচুক প্রাণ. প্রেম. ভালবাসা. . .