মিঃ ক্ষেত
পর্ব ২
লেখা: ইকবাল হোসেন
ঠিক তখনই নিপা নামের এক মেয়ে বলে উঠলো—
—"আরে তোরা আগে সবাই মোবাইল বের কর!"
—"মোবাইল কেনো রে?" — কেউ একজন বলল।
—"কেনো মানে কী! আমাদের ভার্সিটিতে আজ যে দুইটি ক্ষেত ভর্তি হলো, তাদের ছবি তুলে রাখতেই হবে!" — নিপা হেসে বলল।
—"আরে! ঠিক বলেছিস নিপা! মাথায় তো আসেইনি আমাদের!"
—"সবাই মোবাইল বের কর!" — সবাই একে অপরকে বলে উঠলো।
সবাই মোবাইল বের করে ছবি তুলতে লাগলো— আমার আর আমার পাশের মেয়েটির।
আমি এমন পরিস্থিতি দেখে লজ্জায় মুখ লুকাই, মাথায় যেন আগুন জ্বলছে। আমি ভাবছিলাম—
“আমি কোন জায়গায় ভর্তি হলাম রে বাবা!”
পাশে বসা মেয়েটির দিকে তাকাতেই আমি পুরোপুরি অবাক!
সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছে, কথা বলছে— অথচ মেয়েটির মুখে একফোঁটাও ভাব নেই। যেন কিছুই শুনছে না, যেন কিছুই ঘটছে না!
ঠিক তখনই ক্লাসে স্যারের আগমন।
স্যার আসতেই সবাই উঠে দাঁড়িয়ে সালাম দেয়।
—"স্যার: সিট ডাউন।"
সবাই বসে পড়তেই হঠাৎ—
—"স্যার! এই ক্ষেত ছেলেটি তো আপনি আসার পরও দাঁড়ায়নি!" — সবাই একসাথে বলে উঠলো।
আমি তো শুনে হতভম্ব! এতো বড় মিথ্যে?
আমি কিছু বলার আগেই স্যার রেগে গিয়ে বললেন—
—"এই বেয়াদব ছেলে, সামনে এসো।"
—"জি স্যার…" — আমি ভয়ে ভয়ে এগিয়ে যাই।
—"তুমি কোথা থেকে এসেছো, কে তোমাকে এখানে এনেছে, তা জানার প্রয়োজন এখন নেই। বলো, স্যার আসলে কি দাঁড়িয়ে সালাম দিতে হয়, সেটাও জানো না?" — স্যার জিজ্ঞেস করলেন।
—"স্যার, আমি দাঁড়িয়ে সালাম দিয়েছিলাম।" — আমি কাঁপা গলায় বললাম।
তখনই সবাই বলে উঠলো—
—"স্যার! দেখছেন তো? আপনার মুখের উপরেই কথা বলছে!"
স্যার আবার বললেন—
—"এই বেয়াদব! সবাই মিথ্যে বলবে আর তুমিই সত্যি বলবে?"
ঠিক তখনই আমার পাশের মেয়েটি— নীলা বলে উঠলো,
—"স্যার, ওরা সবাই মিথ্যে বলছে।"
—"মানে?" — স্যার বিস্মিত।
—"স্যার, আপনি ক্লাসে ঢোকার সময়, আমরা সবাই দাঁড়িয়ে সালাম দিয়েছিলাম, সাথেই এই ছেলেটিও। সবাই মিথ্যে বলছে।" — নিঃসংকোচে বললো নীলা।
স্যার তখন পুরো ক্লাসকে উদ্দেশ্য করে বললেন—
—"তোরা সবাই বড্ড বাড়াবাড়ি করিস! ক্লাসে কারও সম্মান নষ্ট করা খুব খারাপ অভ্যাস।"
স্যার সবাইকে বকা দিয়ে আমাকে আমার সিটে বসতে বললেন। এরপর আমার নাম-পরিচয় শুনে ক্লাস শেষ করে চলে গেলেন।
ক্লাস থেকে বের হতে না হতেই দেখি নিপা আর তার সঙ্গীরা নীলার সাথে কথা বলছে।
—"আজ তো তুই ক্ষেত ছেলেটাকে স্যারের বকা থেকে বাঁচিয়ে দিলে!" — নিপা বলল।
আরেকজন বলল—
—"আরে নীলা বোধহয় ছেলেটাকে পছন্দ করে ফেলেছে, তাই না?"
আরও একজন যোগ দিল—
—"তাই তো! মনে হয় ক্ষেত নীলা আমাদের সেই 'ক্ষেত ছেলেটিকে' ভালবেসে ফেলেছে!"
আমি হতবাক। আমার কি দোষ যে সবাই এমন করে আমার পেছনে লাগছে?
নীলা কিন্তু তাদের কথায় কিছু না বলে সোজা ক্যাম্পাসের দিকে হেঁটে যেতে লাগলো।
তাদের একজন বলে উঠলো—
—"আরে যা যা, ক্ষেত ছেলেটাকে খুঁজে নিয়ে তার সাথে আড্ডা দে!"
কিন্তু নীলা একটিও কথা না বলে চলে গেলো।
আর আমি? আমি আর সেখানে এক মুহূর্তও দাঁড়াতে পারিনি। এগিয়ে চললাম সামনের দিকে…
চলবে…