পোস্টস

চিন্তা

মনের ভাব

১১ সেপ্টেম্বর ২০২৩

তাসনিয়া রহমান তিতলী

মূল লেখক তাসনিয়া রহমান তিতলী

অনুবাদক তাসনিয়া রহমান তিতলী

মানুষের জীবন বই হলে ঠিক কেমন হত?একেকটা জীবনের গল্প যেন একটা বই।সহজেই পড়া যায়।মানুষের জীবন তো আর বই না যে চাইলেই পড়া যাবে।বইয়ের পাতায় পাতায় রহস্যের গন্ধ থাকলে সেই রহস্য একসময় ফুরাবেই।কিন্ত মানুষের জীবনের গল্প অফুরন্ত। শুরু কবে বা শেষটাই কোথায় তাও আমরা জানি না।এই যে মানুষের জীবন খোলা বই না এটাই বোধহয় মানুষের সবচেয়ে বড় অহংকার।