০৩১৪ গজল ০০১: মসজিদের ঐ আযান ধ্বনি
গীতিকার: তারিক হোসেন
সুরকার ও শিল্পী: সুমন ইকবাল
মসজিদের ঐ আযান ধ্বনি, যখন ভেসে আসে;
এমন মধুর লাগে আমার,২ অনেক মধুর লাগে।২
সকলও কাজ ফেলে আমি, ছুটি মসজিদ পানে;
সারা জীবন এমনও ডাক, শোনার ইচ্ছা মনে।২
এমন সোনার শ্রুতি মধুর,২ ডাক শুনিনি আগে।ঐ
আযান শুনে মসজিদ পানে, আমরা ছুটে যাই;
সাদা মনে নামাজ পড়ি, যেন খোদার দীদার পাই।২
মসজিদ আমার অনেক প্রিয়,২ সেথায় শান্তি লাগে।ঐ
আযান হল খোদারই ডাক, খোদার ডাকে সাড়া;
দিয়ে দেখ সরল মনে, ইসলাম মানো যারা।২
শান্তি পাবে মনে প্রাণে,২ পাওনি যা আগে।ঐ
Noakhali; April 27, 2025.