Posts

নন ফিকশন

"আমেরিকা পাকিস্তানকে দিয়ে ইসলামী সন্ত্রাসের জন্ম দিয়েছে" - পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী

April 29, 2025

মো; আহসান-উজ-জামান

Original Author খাজা আসিফ

Translated by Ahsan's Archive

80
View

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন টিভি চ্যানেলে। বিষয়বস্তু একইঃ মার্কিন প্ররোচনায় কিভাবে পাকিস্তান ইসলামের নামে সন্ত্রাসবাদ প্রসারে ভূমিকা রেখেছে।


 

স্কাই নিউজকে তিনি বলেনঃ

"আমরা প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের হয়ে এই ‘নোংরা কাজ’ গুলো করে আসছি, এমনকি ব্রিটেনের হয়েও।” তিনি আরও যোগ করেন, “এটি একটি ভুল ছিল এবং পাকিস্তানকেএর জন্য যথেষ্ট ভুগতে হয়েছে।"

"আমরা যদি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কিংবা ৯/১১-এর পরবর্তী যুদ্ধে জড়িয়ে না পড়তাম, তাহলে পাকিস্তানের গায়ে কোন কলংকের দাগ থাকতো না।” তিনি বলছিলেন সোভিয়েত-আফগান যুদ্ধের কথা, যেখানে যুক্তরাষ্ট্র গোপনে আফগানিস্তানে কমিউনিস্ট বিরোধী বিদ্রোহীদের সমর্থন দিয়েছিল। আবার ৯/১১-এর পরে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে শুরু হয় 'ওয়ার অন টেরর', যার লক্ষ্যবস্তু ছিল সেই তালেবান এবং আল-কায়েদাই।

তিনি আরও দাবি করেন, “পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রক্সি হিসেবে ব্যবহার করছে। এমন অনেকেই আছে যাদেরকে এখন সন্ত্রাসী তকমা দেয়া হয়েছে অথচ একসময় তাদের ওয়াশিংটনে অবাধ যাতায়াত ছিল। ৮০-এর দশকে আমরা যখন আমেরিকার হয়ে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম, তখন ওয়াশিংটনে বসে এখনকার সন্ত্রাসীরা তাদের সাথে ভোজসভায় আমোদ ফূর্তি করছিলো... সেই সময়ে তারাই ছিলো ভিআইপি”।

"এই অঞ্চলে সন্ত্রাসী হিসেবে বিবেচিত গোষ্ঠীগুলো কিন্তু আলাদা সত্তা নয়, বরং একটি একক সংগঠনের অংশ, যাদের একটি অভিন্ন ধর্মীয় মতাদর্শ রয়েছে। তারা সবাই একসাথে মিলে মিশেই আছে, কেবল নেতারা ভিন্ন। তারা কখনও একসাথে কাজ করে, আবার কখনও একে অপরের বিরুদ্ধে লড়াই করে।”

আরেক ইন্টারভিউতে তিনি রাশিয়া টাইমস কে জানান,

“পাকিস্তানের পূর্ববর্তী শাসকদের সোভিয়েত-আফগান যুদ্ধের সাথে যুক্ত হওয়া ভুল ছিল। পশ্চিমাদের হয়ে পাকিস্তানকে তারা জিহাদিদের প্রশিক্ষণ ও মতাদর্শ প্রচারের এক প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছিলন, যেটা ছিল এক মারাত্মক ভুল। তার দেশকে সোভিয়েত-আফগান যুদ্ধের জন্য স্রেফ একটা 'স্প্রিংবোর্ড' হিসেবে ব্যবহার করা হয়েছে।”

“জিহাদের প্রবণতা হচ্ছে একটি পশ্চিমা উদ্ভাবন, যা আমার দেশের নৈতিকতাকেই পরিবর্তন করে ফেলেছে এবং বর্তমান সমস্যাগুলোর জন্ম দিয়েছে। সমাজের পুরো নৈতিকতাকেই বদলে ফেলা হয়েছিল স্রেফ জিহাদকে সমর্থন করার জন্য।” আসিফ বলেন।

তার মতে, আফগানিস্তানের যুদ্ধে ইসলামাবাদ যুক্তরাষ্ট্রকে সব ধরনের সাহায্য সরবরাহ করেছিল। ৯/১১-এর আক্রমণের পর পাকিস্তান আবার ‘সামরিক জোটে’  যোগ ও দিয়েছিল। “আমেরিকার এই যুদ্ধগুলোতে সমস্ত ধরণের রসদ সরবরাহ করা হয়েছিল আমাদের মাটি থেকে, যদিও এই দুটি যুদ্ধের একটিও আমাদের যুদ্ধ ছিল না।'

আসিফ আরও জোর দিয়ে বলেন, “পাকিস্তান তার পূর্ববর্তী নীতিগুলোর ফলাফল এখন ভোগ করছে। এত কষ্ট করা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ৮৯-৯০ সালের দিকে আমাদের পরিত্যাগ করে। তারা আমাদের একেবারে অসহায় অবস্থায় ফেলে রেখে চলে গেলো। এবারও আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের ন্যাক্কারজনক ভাবে সৈন্য প্রত্যাহারের পর নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়েছে।"



 

Comments

    Please login to post comment. Login