Posts

গল্প

অলস রহমানের গল্প

April 30, 2025

SK Kawsar

97
View

অলস রহমানের গল্প

এক গ্রামে রহমান নামের এক লোক থাকত। সে ছিল অসম্ভব অলস। কোন কাজ না করে শুধু ঘরে বসে থাকত আর স্বপ্ন দেখত, "একদিন আমি বড়লোক হবো।" মা-বাবা অনেক বোঝাতেন, কিন্তু সে কখনো শোনেনি।

একদিন গ্রামের এক বয়স্ক মানুষ তাকে ডেকে বললেন, "রহমান, যদি প্রতিদিন এক ঘণ্টা কাজ করো, তাহলে বছরে অনেক কিছু অর্জন করতে পারো।"

রহমান হাসতে হাসতে বলল, "এক ঘণ্টা? ওটা তো আমার ঘুমের সময়!"

একদিন গ্রামের বাইরে এক সোনা ব্যবসায়ী এল। সে লোক খুঁজছিল কাজে লাগানোর জন্য। সবাই ব্যস্ত, রহমান ছিল ফাঁকা। কিন্তু সে বলল, "আমি তো এমনিতেই বিশ্রামে আছি, কাজ করব কেন?"

বাকি সবাই কাজ করে কিছু রোজগার করল। রহমান শুধু তাকিয়ে দেখল।

বছর শেষে রহমানের ঘর ছিল খালি, আর বাকিদের ঘরে ছিল সঞ্চয়, সুখ আর শান্তি। তখন রহমান বুঝল—অলসতা মানুষকে স্বপ্ন দেখায়, কিন্তু কর্মই স্বপ্নকে বাস্তব করে।

Comments

    Please login to post comment. Login