The Business Standard এর প্রতি বৃহস্পতিবারের ফ্রি ৩২ পৃষ্ঠার কমিক্স সাপ্লিমেন্টের সংখ্যা ০২ পড়া হলো। এদিক-ওদিক ছোটাছুটি করিনি এবার। পত্রিকার হকারকে আগের থেকে বলা ছিলো। অ্যাম্বিশাস, কিছুটা ঝুঁকিপূর্ণ বুম! কমিকসের সব সংখ্যা সংগ্রহ করার ইচ্ছা আছে।
ফাহিম আনজুম রুম্মানের লেখা ও আঁকা এবং প্রান্ত ঘোষ দস্তিদারের ভাষান্তরে চন্দ্রাবতী বাছুরের বড় হয়ে ওঠা, নির্মম ট্র্যাজেডির শিকার হয়ে এগিয়ে যাওয়াটা পর্ব ২ এ পেলাম। ঘটনা কোন সময়রেখার তাও জানা হলো। কবিতার ছন্দে গল্প এগিয়ে নেয়াটা প্রথম পর্বে খেয়াল করেছি। রুম্মানের অঙ্কন ভালো লেগেছে।
ক্রেইগ থম্পসনের গ্রাফিক নভেল "ব্ল্যাংকেটস" নিয়ে নাসিফ তানজীম ভালো লিখেছেন। ক্রেইগ ও রাইনার প্রেম, ক্রেইগের রক্ষণশীল ধর্মাচরনের সাথে নিত্য মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সংশয় সব মিলিয়ে সাদা-কালোয় আঁকা মানুষের আবেগমিশ্রিত গ্রাফিক নভেলটি টু-রিড লিস্টে রাখলাম।
শাহরিয়ারের বেসিক আলী সুপারহিরো কন্টিনিউ করেছে গত সংখ্যার পর। বেসিকের জগতের পাগলামি, টুন-ফোর্স সম্পর্কে তো পাঠকেরা এমনিতেই জানেন। সুপারহিরোর বেশে বেসিক আলী কী কী করে বেড়ান সেসব দেখার অপেক্ষায় আছি।
তানজীল হাসানের লেখা ও আনিকা নাওয়ার ঈহার 'সরুর চন্দ্রাভিযান'এর দ্বিতীয় পর্ব যথারীতি মজার লেগেছে।
আয়মানের আঁকা ও লেখায় 'ঘাড় মটকা সমাচার' জমে উঠেছে। ভূতদের সাথে বাসা ভাগাভাগি করে থাকা এক মেয়ের সাথে ভূতদের অদ্ভুত ফানি ইন্ট্যারেকশন আমাকে Casper এর কথা মনে করিয়ে দিলো।
সম্পূর্ণ কমিকস "নারে মামা ফুল ক্লাস করাই লাগবে"তে কিছু ছাত্রের ক্লাশ তাড়াতাড়ি শেষ করার হেডমাস্টারপ্ল্যানের দেখা পাবেন কমিক্স পড়ুয়ারা। মেহেরাব সিদ্দিকি সাবিতের আঁকা ভালো লেগেছে তবে গল্পের কিছু জায়গায় ডাবল মিনিং কথাবার্তা আমার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে।
The Business Standard এর এই প্রকল্প সফলতা পাক। হয়তো কোন একসময় গ্লসি পেপারে বুম! কমিকস হাতে আসবে। বেশি আশা তো করাই যায়।
কমিক সাপ্লিমেন্ট রিভিউ
নাম : বুম! কমিকস ( সংখ্যা ০২ )
সম্পাদনা : আলীম আজিজ, মাহাতাব রশীদ।
প্রচ্ছদ : নাতাশা জাহান
প্রকাশনা : The Business Standard
রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ।
