Posts

গল্প

লোভী করিম

April 30, 2025

Jungle OF Mission

138
View

লোভী করিম

এক গ্রামে করিম নামে এক লোক ছিল। সে ছিল খুবই লোভী। তার একটাই স্বপ্ন—যত পারা যায় ধন-সম্পদ জড়ো করা। দিন-রাত সে শুধু টাকা কামানোর চিন্তা করত। কারও উপকার করত না, বরং লোক ঠকিয়ে নিজের লাভ করত।

একদিন সে মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ একটি জ্বিনের বোতল পেল। সে বোতল থেকে এক জ্বিন বেরিয়ে বলল, “আমি তোমার প্রভু। যা চাইবে, তাই দেব। তবে একটা শর্ত আছে—যতক্ষণ তুমি কিছু না চাইবে, আমি শান্ত থাকব। কিন্তু যদি থেমে যাও, আমি তোমায় খেয়ে ফেলব!”

করিম লোভে পড়ে গেল। সে বলল, “আমাকে একটা বড়ো বাড়ি দাও।” সঙ্গে সঙ্গে বাড়ি এসে গেল। সে বলল, “সোনা-দানা দাও।” সেগুলোও এসে গেল। দিনরাত সে শুধু চাইতেই থাকল। কিন্তু একসময় করিম ক্লান্ত হয়ে পড়ল—আর কিছু চাইতে পারল না।

জ্বিন হুংকার দিয়ে উঠল, “এবার আমি তোমায় খেয়ে ফেলব!” করিম ভয়ে কাঁপতে লাগল। তখন গ্রামের এক বুড়ো তাকে পরামর্শ দিল, “জ্বিনকে একটা কাজ দাও—তুমি তাকে বলো, একটা বাঁশ কেটে আনো, তারপর সেটা সোজা করে রাখো। যতক্ষণ সে সেটা সোজা রাখবে, ততক্ষণ তুমি নিরাপদ।”

করিম তাই করল। জ্বিন বাঁশ সোজা রাখতেই ব্যস্ত হয়ে পড়ল, কারণ বাঁশ বারবার বাঁকা হয়ে যাচ্ছিল। করিমও রক্ষা পেল।

Comments

    Please login to post comment. Login