রুদ্র আর তীর্থ তাদের বন্ধু মিতুলের নিখোঁজ হওয়া নিয়ে তদন্ত শুরু করে। তারা আবিষ্কার করে ‘Project Shadowlink’, যেখানে ছাত্রদের মস্তিষ্ক নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। রায়হান স্যার এই ষড়যন্ত্রের পেছনে। বন্ধুকে উদ্ধার করতে রুদ্র ও তীর্থ ঝুঁকি নিয়ে নামল এক বিপজ্জনক মিশনে, সত্য খোঁজার জন্য।।