নীল আকাশে মেঘের খেলা,
সবুজ ঘাসে শিশিরের মেলা।
মাঝি যায় তরী বেয়ে,
বৃষ্টি আসে আকাশ ছেয়ে।
কৃষক ধান কাটে বুকে নিয়ে আশা,
সোনালি সে ধানে তার স্বপ্নের বাসা।
প্রকৃতির এই রূপের টানে
হারিয়ে যাই নীরব গানে,
তবুও ঘুরে ফিরে ফিরে আসি আপন নীড়ে।
ব্যস্ত শহরে পাই না টান,
মনে বাজে সেই প্রকৃতির গান।